ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ছাত্রীকে যৌন হয়রানি: হলি ফ্যামিলির সেই শিক্ষকের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
ছাত্রীকে যৌন হয়রানি: হলি ফ্যামিলির সেই শিক্ষকের বিচার শুরু ডা. সালাউদ্দিন চৌধুরী

ঢাকা: রাজধানীর হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বুধবার (২৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আল-মামুন এই আদেশ দেন।

একই সঙ্গে আদালত আগামী ৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

এ দিন আসামি ডা. সালাউদ্দিন চৌধুরী আদালতে হাজির হন। রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে অব্যাহতির আবেদন নাকচ করে বিচারক আসামির কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ? এ সময় আসামি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এরপর আসামির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেওয়া হয়।

বাদীপক্ষকে সহায়তাকারী জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার রিংকি সাংবাদিকদের এই তথ্য জানান।

গত বছর ২৮ ডিসেম্বর রমনা থানায় সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষার্থী। পরদিন তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে তিনি জামিনে মুক্তি পান।

গত ৩১ জানুয়ারি সালাউদ্দিন চৌধুরীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক সালমান রহমান।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ২৪, ২০২২
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।