ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

দিনাজপুরে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
দিনাজপুরে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন 

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাকপ্রতিবন্ধী একটি মেয়েকে ধর্ষণের দায়ে তপন চন্দ্র রায় (৩৮) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই সঙ্গে তাকে ১০ হাজার জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরিফ উদ্দীন আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তপন পার্বতীপুর উপজেলার অসুরকোট মেম্বারপাড়ার মৃত সচিব রায়ের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ মার্চ চিরিরবন্দর উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ অবস্থায় পরিবারের লোকজন বিষয়টি দেখে ফেললে ধর্ষক তপন পালিয়ে যান। পরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে চিরিরবন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। চিরিরবন্দর থানা পুলিশ তদন্ত করে আদালতে তপনের বিরুদ্ধে চার্জশিট দেয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তৈয়বা বেগম। আসামি পক্ষে ছিরেন অ্যাডভোকেট আহমেদ মণ্ডল।

এ বিষয়ে এপিপি বলেন, মামলাটি মাত্র তিন বছরে শেষ করতে পেরেছি। পাশাপাশি আমরা ধর্ষণের ঘটনা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। রায়ে আমরা সন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।