ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্কুলছাত্র হত্যায় ১ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
স্কুলছাত্র হত্যায় ১ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

রাজবাড়ী: রাজবাড়ীর চাঞ্চল্যকর স্কুলছাত্র নাহিদ হাসান মিদুল (১৭) হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ আদেশ দেন।

এসময় মামলার দুই নম্বর আসামি রুবেলকে (২১) মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- রাফিজুল মণ্ডল (২৬), পিয়ারুল (২১), পিয়াল (২০) ও মো. রায়হান (২১)। যাবজ্জীবনের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।  

এছাড়া খালাস পেয়েছেন এলেম (২২) ও ফরিদ (২৭) নামে দুই আসামি।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাজবাড়ী শহরের ২ নম্বর রেলগেট এলাকার ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান মিদুলকে রেলওয়ে গ্যারেজের ভেতরে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২১ জুন নিহত স্কুলছাত্র মিদুলের বাবা আব্দুল মমিন মোল্লা বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নেকবর হোসেন মনি জানান, উচ্চ আদালতে আপিল করা হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট উজরি আলী (পিপি) জানান, আদালতের রায় সঠিক হয়েছে। এতে নিহতের পরিবার সঠিক বিচার পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।