ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

যশোরে যৌতুক মামলায় ২ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
যশোরে যৌতুক মামলায় ২ বছর কারাদণ্ড

যশোর: যশোরে যৌতুক মামলায় সেলিম রেজা নামে এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩১ আগস্ট) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক শম্পা বসু এ রায় দেন।

সাজাপ্রাপ্ত সেলিম রেজা ঝিকরগাছার সাগরপুর গ্রামের জামসেদ বিশ্বাসের ছেলে।

জানা গেছে, ২০২১ সালের ৩১ মার্চ আসামি সেলিম রেজা যশোর সদরের ইছালী গ্রামের আনিচুর রহমানের মেয়ে খাদিজা খাতুনকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতে সেলিম বিদেশে যাওয়ার জন্য স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় খাদিজাকে ওই বছরের ১ আগস্ট বাবার বাড়ি পাঠিয়ে দেয় সেলিম। ১৫ আগস্ট বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ৬ অক্টোবর আদালতে মামলা করেন। এ মামলার সাক্ষী গ্রহণ শেষে আসামি সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচার তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সেলিম পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।