ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

গোপালগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
গোপালগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ: গোপালগঞ্জে আলী আকবর হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দু’জনকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন মোল্লা ও নুরু ফরাজী ওরফে নুরুল।

মামলার বিবরণে জানা গেছে, আসামি সুমন ও নুরু ফরাজী গত ২০০৮ সালের ২২ মে সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামে যাওয়ার কথা বলে কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় থেকে আলী আকবরের মোটরসাইকেল ভাড়া নেন। পরদিন ২৩ মে সদর উপজেলার বাজুনিয়ার হাবিব নগর এলাকার সড়কের পাশ থেকে আলীর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই নিহতের ভাই আলী আহম্মদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে আসামি সুমনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে নুরু ফরাজীকেও গ্রেফতার করা হয়। ২০০৯ সালের ১৪ জানুয়ারি এই দু’জনের নামে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আসামিদের নামে এ রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাভোকেট মো. শহিদুজ্জামান খান ও আসামিপক্ষে অ্যাডভোকেট মাহাবুব আলম মামলাটি পরিচালনা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।