ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

খুলনা: খুলনার বটিয়াঘাটায় মৎস্য ঘেরে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকি দেওয়ার মামলায় ভান্ডারকোট ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ ও তার ভাই অহিদুল শেখকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার এজাহারভুক্ত ২৯ জন আসামি জামিন আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জমান ২৭ জনের জামিন মঞ্জুর করেন।

তবে ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে ৩৮৫ ও ৩০৭ ধারায় অভিযোগের সুষ্পষ্ট প্রমাণ থাকায় তাদের কারাগারে পাঠান আদালত।

মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. শাহআলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১ সেপ্টেম্বর লক্ষ্মীখোলা মৎস্য চাষী সমবায় সমিতির সদস্য কাকন বয়াতি বাদী হয়ে ২৯ জনকে আসামি করে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বটিয়াঘাটা থানায় মামলা করেন। ওই দিন পুলিশ অভিযান চালিয়ে আরিফ ও সাব্বির নামে দুই আসামিকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।