ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিনের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিনের জামিন

ঢাকা: ঢাকার সাভারে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ তিনজনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন পাওয়া আপর দুজন হলেন- সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বদি।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম সৈকত ও কামরুল ইসলাম।  

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।

এক দোয়া মাহফিল অনুষ্ঠানকে কেন্দ্র করে গত ৩১ আগস্ট সাভারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিএনপির ৩৪ নেতাকর্মীকে আসামি করে গত ১ সেপ্টেম্বর সাভার মডেল থানায় পুলিশ বাদী মামলা করে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।