ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গাঁজা রাখার অভিযোগ, জাবির দুই শিক্ষার্থীর জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
গাঁজা রাখার অভিযোগ, জাবির দুই শিক্ষার্থীর জামিন

ঢাকা: এক কেজি গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারক পৃথক আদেশে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া দুই শিক্ষার্থী হলেন— বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সিহাব ও চারুকলা বিভাগের তৌকির হোসাইন তপু। তারা বিশ্বিবদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

রোববার (১১ সেপ্টেম্বর) সিহাবের পক্ষে তার আইনজীবী খাদেমুল ইসলাম জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম পাঁচশত টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

অপরদিকে সমপরিমাণ বন্ডে গত বৃহস্পতিবার তৌকির হোসাইন তপুর জামিন মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম।

গত ৩০ আগস্ট রাতে সাভার থানার কলমা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধারের কথা জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।