ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সোনাইমুড়ি বিএনপির আহ্বায়কসহ ১০৫ জনের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
সোনাইমুড়ি বিএনপির আহ্বায়কসহ ১০৫ জনের জামিন

ঢাকা: হামলা, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগ এনে ছাত্রলীগ নেতার করা মামলায় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক ওরফে কামালসহ ১০৫ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।

গত ২৭ আগস্ট বিকেলে বাইপাস সড়কের ছাতারপাইয়া চৌরাস্তায় নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই  ঘটনায় দুটি মামলা হয়।

পরে ২ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিদোয়ান ভূঁইয়া বাদী হয়ে সোনাইমুড়ী থানায় ১৭৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে হামলা, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।