ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীর যৌতুক মামলায় খালাস পেলেন স্বামী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
স্ত্রীর যৌতুক মামলায় খালাস পেলেন স্বামী 

নড়াইল: নড়াইলে স্ত্রীর করা যৌতুক মামলায় বেকসুর খালাস পেয়েছেন আতাউর শেখ (৩৯) নামে এক চা দোকানি।
 
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন।


 
আতাউর কালিয়া উপজেলার দেবীপুর গ্রামের ফুলমিয়া শেখের ছেলে।
 
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৬ মার্চ কালিয়ার নওয়াগ্রামের নজরুল মোল্যার মেয়ে হাজেরা বিবি (২৬) বাদী হয়ে স্বামী আতাউর শেখের নামে আদালতে তিন লাখ টাকা যৌতুকের মামলা দায়ের করেন।
 
বাদীপক্ষ মামলাটি প্রমাণ করতে না পারায় রোববার বিচারক আসামি আতাউরকে বেকসুর খালাস দেন।  

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান।
 
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে আতাউর শেখ বাংলানিউজকে বলেন, আমাকে ফাঁসানোর জন্য হাজেরা বিবি মিথ্যা যৌতুকের মামলা দিয়েছিল। আমি ন্যায়বিচার পেয়েছি। আমার দুই শিশু সন্তানকে (নয় ও তিন বছর) নিয়ে থাকতে চাই। ভবিষ্যতে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।
 
বাদী পক্ষ এ রায়ের বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।