ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
কুষ্টিয়ায় মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি মাদক মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম তিন আসামির উপস্থিতিতে এই রায় দেন।

রায়ে সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেকের পৃথকভাবে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত।

সাজা প্রাপ্তরা হলেন- দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বাসিন্দা দবির কসাইয়ের ছেলে বাবু (৪৩), রমজার আলীর ছেলে মুসলাম (৪০), সিরাজের ছেলে বকুল (৩৮)। এ ছাড়া পলাতক সাজাপ্রাপ্তরা হলেন ধর্মদাহ গ্রামের বাসিন্দা লিয়াকতের ছেলে জাহাঙ্গীর (৪০), মোমিনের ছেলে জায়েদুল (৩৩) এবং পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মৃত লিয়াকতের ছেলে হাবু (৩৮)।

আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে দুপুরে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী বেলতলা মাঠে গোয়েন্দা পুলিশের এক মাদকবিরোধী অভিযানকালে গমের খড় দিয়ে ঢেকে রাখা কয়েকটি প্লাস্টিক ও পলিথিনের বস্তায় আমদানি নিষিদ্ধ ৬৭১ বোতল ফেনসিডিল ও ৪৬ কেজি গাজা জব্দ করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নয় জনের নামোল্লেখসহ অজ্ঞাত আসামিদের নামে দৌলতপুর থানার উপ-পুলিশ পরিদর্শক খাদেমুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতের চার্জশীট দাখিল করেন দাখিল করেন কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক এসএম জাহিদ বিন আলম।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌসুলি অ্যাড. অনুপ কুমার নন্দী জানান, দৌলতপুর থানার মাদক মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেকের পৃথকভাবে এক লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।