ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
সিলেটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

 সিলেট: সিলেটে মাদক মামলায় মোহাম্মদ আলী (৪০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সিলেটের বিশেষ জেলা ও দায়রা জজ (জননিরাপত্তা ট্রাইব্যুনাল)-এর বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী নেত্রকোনা জেলার মহিষবের আগিয়া বাজার পূর্বধলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পলাতক।  

এছাড়া মামলার অপর আসামি লিটন মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।  

সিলেটের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. মফুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০১৩ সালে ১৩ নভেম্বর সিলেট নগরের তালতলাস্থ গুলশান হোটেল থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি দল।  

এ ঘটনায় র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাদী হয়ে সিলেটের কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।  

তদন্ত শেষে ২০১৪ সালের ২০ জানুয়ারি মোহাম্মদ আলী ও লিটন মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।  

দীর্ঘ শুনানিতে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার বিচারক এ মামলার রায় ঘোষণা করেন।
 
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।