ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

দুই খুনে ভেদরগঞ্জের গোবিন্দের মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
দুই খুনে ভেদরগঞ্জের গোবিন্দের মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

ঢাকা: ছেলের স্ত্রী ও প্রতিবেশী এক নারীকে হত্যার দায়ে শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার গোবিন্দ চন্দ্র কবিরাজকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এ রায় ঘোষণা করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ।

 আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ।

 আসামি পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

২০১০ সালের ২৮ জুলাই সকালে ভেদরগঞ্জ উপজেলার পাচালিয়া গ্রামের গোবিন্দ চন্দ্র কবিরাজ তার পুত্রবধূ অর্চনা কবিরাজ ও প্রতিবেশী লালমোহন কবিরাজের স্ত্রী রানী বালাকে মুগুর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে ওই ঘটনায় লালমোহন কবিরাজ বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার বিচার শেষে ২০১৬ সালের ২৯ নভেম্বর শরীয়তপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাউর রহমান আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন।

 পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি আপিল করেন।

শুনানি শেষে গোবিন্দ চন্দ্র কবিারজকে যাবজ্জীবন দণ্ড দেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
ইএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।