ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাধা নেই: টিটুর প্রার্থিতা বাতিল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাধা নেই: টিটুর প্রার্থিতা বাতিল 

ঢাকা: নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর প্রার্থিতা বৈধ করে হাইকোর্টের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।

একইসঙ্গে নতুন তারিখ ঘোষণা করে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির।

পরে আইনজীবী রুহুল কুদ্দুস জানান, হাইকোর্টের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে আলাবক্স টিটুর প্রার্থিতা আর থাকছে না। আর নির্বাচন কমিশনকে নতুন তারিখ দিয়ে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করতে বলেছেন।

গত ১৮ সেপ্টেম্বর ঋণ খেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন প্রার্থী আলাবক্স টিটু। সে আবেদন খারিজ করে দেওয়া হয়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন আলাবক্স তাহের টিটু। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মনোনয়ন বাতিল আদেশ স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।

পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ২৬ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। এর মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ নির্বাচনটি গত ১৭ অক্টোবর হওয়ার কথা ছিল।

এ অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। পরদিন ২৮ সেপ্টেম্বর চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম সেই আবেদনের শুনানি নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ঠিক করে দেন।

এদিকে গত ১১ অক্টোবর নির্বাচন কমিশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত করে।

পরে গত ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে লিভ টু আপিল মামলাটি ৩৮৮ নম্বর ক্রমিকে আসে। ওইদিন বিষয়টি উপস্থাপন করার পর আগামী ২৪ অক্টোবর শুনানির জন্য দিন ঠিক করেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।