ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ফুটপাতের লিজদাতাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
ফুটপাতের লিজদাতাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট 

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকার লিজদাতা বা বিক্রেতাদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে সিটি করপোরেশন ও রাজউককে এ প্রতিবেদন দাখিল করতে হবে।

 

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২১ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে ফুটপাত যারা অবৈধভাবে লিজ দিচ্ছেন বা বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিটটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।