ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

৯ মাসে নিম্ন আদালতে ১০ লাখ ৭২ হাজার মামলা নিষ্পত্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
৯ মাসে নিম্ন আদালতে ১০ লাখ ৭২ হাজার মামলা নিষ্পত্তি

ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে ১০ লাখ ৭২ হাজার ২৪৮টি মামলা। আর এ সময়ের মধ্যে দায়ের হয়েছে ১১ লাখ নয় হাজার ৫৩৯টি মামলা।

 

তবে ফৌজদারি মামলার চেয়ে দেওয়ানি মামলা নিষ্পত্তি হয়েছে বেশি। আর সব বিভাগের মধ্যে নিষ্পত্তির হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। আর জেলার মধ্যে সব চেয়ে বেশি গাজীপুরে।  

সুপ্রিম কোর্টের পরিসংখ্যান মতে, অধস্তন আদালতে এ বছরের প্রথম তিন মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মামলা নিষ্পত্তির হার ছিল শতকরা ৮৫ শতাংশ।  

কিন্তু পরবর্তী তিন মাস অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত তা বেড়ে শতকরা ১০১ শতাংশে উন্নীত হয়।

আর সব শেষ তিন মাস তথা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে শতকরা ১০৫ শতাংশে।  

এ মেয়াদে বিভাগভিত্তিক নিষ্পত্তিতে ঢাকা বিভাগ সব থেকে এগিয়ে আছে। এ বিভাগের নিষ্পত্তির হার শতকরা ১৩০ শতাংশ। আর জেলার মধ্যে সবচেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে গাজীপুরে শতকরা ১৬৫ শতাংশ।  

শতভাগের বেশি মামলা নিষ্পত্তি হয়েছে যেসব জেলায়, সেগুলোর মধ্যে ঢাকায় শতকরা ১৪৯ শতাংশ, নারায়ণগঞ্জে ১৬৩, মানিকগঞ্জে ১১২, কিশোরগঞ্জে ১০৯, গোপালগঞ্জে ১১৫, শরীয়তপুরে ১০৩, রাজবাড়ীতে ১৩৬, মাদারীপুরে ১২১, রাঙামাটিতে ১১৫, নোয়াখালীতে ১০৪, চাঁপাইনবাবগঞ্জে ১৫১, নওগাঁয় ১৪২, পাবনায় ১০৪, খুলনায় ১০৪, বাগেরহাটে ১৩৫, কুষ্টিয়ায় ১০৫, সাতক্ষীরায় ১০৪, চুয়াডাঙ্গায় ১১১, নড়াইলে ১৪২, বরিশালে ১০৪, ভোলায় ১০০.৮১, পিরোজপুরে ১১৩, বরগুনায় ১১০, রংপুরে ১১৬, দিনাজপুরে ১১৪, ময়মনসিংহে ১২২, জামালপুরে ১৩৬, শেরপুরে ১০৩ ও নেত্রকোনায় ১২০ শতাংশ।  

বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য প্রতিটি বিভাগে একজন করে উচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেন। এরপর অধস্তন আদালতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে।   

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরই আমি দেশের প্রতিটি বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে দায়িত্ব দিয়ে মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস গঠন করি। দায়িত্বপ্রাপ্ত বিচারপতিদের নিরবচ্ছিন্ন তৎপরতা এবং প্রদত্ত দিকনির্দেশনা ও পরামর্শের পরিপ্রেক্ষিতে মামলা নিষ্পত্তির গতি ইতোমধ্যে অনেকটাই বেড়েছে।

মনিটরিং কমিটির বিচারপতিরা বিভিন্ন জেলার আদালতগুলো পরিদর্শন করেছেন।  

এছাড়া চলতি বছরে সুপ্রিম কোর্টের দুটি অবকাশের সময় হাইকোর্ট বিভাগের ২২ জন বিচারপতি অধস্তন আদালতের বিচারকাজ তথা মামলা নিষ্পত্তিতে গতি বাড়ানোর লক্ষ্যে দেশের ৫১টি জেলা ও দায়রা জজ ও মহানগর দায়রা আদালত পরিদর্শন করেছেন। প্রধান বিচারপতি নিজেও খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার আদালত পরিদর্শনে যান।  

সুপ্রিম কোর্টের পরিসংখ্যান মতে, এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অধস্তন আদালতে সর্বমোট দুই লাখ ৬৮ হাজার ৯৩৫ টি দেওয়ানী মামলা দায়ের হয়েছে।  

আর নিষ্পত্তি হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৪৯৯টি দেওয়ানী মামলা। এ সময়কালে দেওয়ানী মামলা নিষ্পত্তির হার শতকরা ১০২ শতাংশ।  

একই মেয়াদে ফৌজদারি মামলা দায়ের হয়েছে আট লাখ ৪০ হাজার ৬০৪টি। আর নিষ্পত্তি হয়েছে সাত লাখ ৯৭ হাজার ৭৪৯টি। ফৌজদারি মামলার নিষ্পত্তির হার শতকরা ৯৫ শতাংশ।

অন্যদিকে হাইকোর্ট বিভাগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট দায়ের হয়েছে ৬৪ হাজার ৬৪১টি মামলা। আর নিষ্পত্তি হয়েছে ৫০ হাজার ৯১০টি মামলা। হাইকোর্ট বিভাগে মামলা নিষ্পত্তির হার শতকরা ৭৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।