ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জামিন নিতে গিয়ে কারাগারে বিএনপি নেতা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
জামিন নিতে গিয়ে কারাগারে বিএনপি নেতা 

সিলেট: নাশকতা মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।

বদরুজ্জামান সেলিমের আইনজীবী আল আসলাম মুমিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়ের করা একটি নাশকতা মামলায় আসামি ছিলেন বদরুজ্জামান সেলিম।  

উল্লেখ্য, বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন বদরুজ্জামান সেলিম। ওই সময়ে দলের নেতৃবৃন্দের চাপে ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সুপারিশে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এরপর দীর্ঘদিন প্রবাসে থাকার দেশে ফিরে আসেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।