ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

যুবদল নেতা বাবলু হত্যায় ২ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
যুবদল নেতা বাবলু হত্যায় ২ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

রাজবাড়ী: রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও ঠিকাদার শামছুল আলম বাবলু হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জেলা ও দায়রা জজ রুহুল আমিন এ রায় দেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলেন- জেলা সদরের বিনোদপুর এলাকার মীর এনাম আলী বাচ্চু ও ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার সানোয়ার রহমান জকি।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-ফরহাদ হোসেন বাপ্পী, ইয়াকুব, রানা, রশিদ ও শাহিন।

মামলার চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন- খাইরুল, উজ্জ্বল, আরিফ ও কুলি।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৩ আগস্ট দিনগত রাতে বাড়ি ফেরার পথে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম বাবলুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবলুর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা করেন। ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার এ রায় দেন আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উজির আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এ রায়ে সন্তোশ প্রকাশ করেছে নিহত বাবলুর পরিবার।

মামলার বাদী নিহতের ছোট ভাই মো. শহিদুল ইসলাম বলেন, রায়ে আমরা অনেক খুশি হয়েছি। দ্রুত ফাঁসি কার্যকর করার অনুরোধ করছি।

এদিকে আসামি পক্ষের আইনজীবী মো. নিজাম উদ্দিন হায়দার বলেন, রায়ের সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।