ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের মডেল হলেন সিফাত নুসরাত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের মডেল হলেন সিফাত নুসরাত

নতুন বছরে সেলিনা মানিরের প্রথম মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রথম দিনের মাস্টার ক্লাসের মডেল হয়েছেন সিফাত নুসরাত।

সেলিনা মানির মানেই নতুনত্ব, মেকাপের নতুন অধ্যায়। প্রতি বছরই বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে নতুন করে মেকাপের অধ্যায় শুরু করেন তিনি। কোনো মেয়ে যেন আর ঘরে বসে থাকতে না পারে, সেলক্ষ্যে তার কাজ করা।

নতুন বছরে নতুন কিছু নিয়ে ক্লাস শুরু করলেন সেলিমা মানির। ৬ জানুয়ারি প্রথম ক্লাস দিয়ে শুরু হলো এই বছরের যাত্রা।

এই প্রথম ক্লাসের মডেল হিসেবে তিনি পছন্দ করে নিয়েছেন সিফাত নুসরাতকে। যেকোনো সাজেই সিফাত নুসরাতকে মানিয়ে গেলেও, সেলিনা মানির যেন তাকে দিলেন একদমই ভিন্নরকম একটি লুক।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।