ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লিপস্টিক দীর্ঘস্থায়ী রাখতে

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
লিপস্টিক দীর্ঘস্থায়ী রাখতে

ঘরে-বাইরে-অফিসে বা পার্টিতে মেয়েদের সাজের কমন কসমেটিকস লিপস্টিক। আর কিছু না হলেও হালকা একটু লিপস্টিক মেখেই থাকেন সবাই।

নারীর চেহারায় সৌন্দর্য বাড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লিপস্টিক।  অনেকেরই লিপস্টিক লাগানোর কিছুক্ষণ পরই তা উঠে হালকা হয়ে ‍যায়। কেউ কেউ তো বলেন কিছু খাওয়ার পর মনেই হয় না, ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম।
 
দীর্ঘ সময় ঠোঁটের লিপস্টিকের রং ঠিক রাখতে জেনে নিন সহজ কিছু নিয়ম:  

ঠোঁট আর্দ্রতা হারালে লিপস্টিক তাড়াতাড়ি ওঠে। তাই লিপ বাম বা ময়েশ্চারাইজারে ভিজিয়ে রাখুন ঠোঁট

লিপস্টিক লাগানোর পর একটা টিস্যু পেপার ঠোঁটে চেপে ধরুন। এতে বাড়তি রং উঠে যাবে

লিপস্টিক লাগানোর আগে ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে লিপস্টিক বেশিক্ষণ রং ঠিক থাকবে

খাওয়ার সময় সম্ভব হলে হাতের পরিবর্তে চামচ ব্যবহার করুন 

খাবার খেতে হলে আগেই ম্যাট লিপস্টিক লাগান 

চেষ্টা করুন গাঢ় শেডের লিপস্টির ব্যবহার করতে

লিপস্টিক কেনার আগে অবশ্যই ভালো ব্র্যান্ডের ও মেয়াদ দেখে কিনুন।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।