ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শীতে ত্বকের পুষ্টি জোগাতে গ্লিসারিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
শীতে ত্বকের পুষ্টি জোগাতে গ্লিসারিন

আগের দিনে ছোট বোতলে পানি আর গ্লিসারিন মিশিয়ে রাখতেন অনেকেই। গোসলের পরে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে বিশেষ করে হাতেপায়ে এই মিশ্রণ মেখে নিতেন।

 

এখনো অনেকেই এটা করেন, আর যারা গ্লিসারিন মাখেন না, তারা জেনে নিন, কেন নিয়মিত এই শীতের সময়টায় গ্লিসারিন ব্যবহার করবেন 

•    ত্বকের জন্য খুব ভালো ময়েশ্চারাইজার
•    শুষ্ক, ছোপ পড়ে যাওয়া বিবর্ণ ত্বকের কোমলতা ফেরাতে এটি কার্যকর 
•    ধুলো ময়লা দূর করে ত্বক পরিষ্কার রাখে
•    ত্বকের পুষ্টি জোগাতে গ্লিসারিন ব্যবহার করুন 
•    ত্বকের সংক্রমণ সারিয়ে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল রাখে 
•    ত্বক মসৃণ ও কোমল রাখে 
•    ত্বকের দাগ দূর করে।  

ব্যবহার 

•    গ্লিসারিন সরাসরি ত্বকে প্রয়োগ করা যায় 
•    ত্বকে প্যাকের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন 
•    ত্বক পরিষ্কারের জন্য তুলো গ্লিসারিনে ডুবিয়ে ত্বক মুছে নিন
•    সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে রাখুন, গোসলের পরেই এই মিশ্রণ মেখে নিন।

শীতে নিয়মিত গ্লিসারিন ব্যবহার করুন, ত্বক শুষ্ক হওয়ার সুযোগই পাবে না।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।