ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শীতে শাড়ির সঙ্গেও ফ্যাশন থাকবে ঠিকঠাক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
শীতে শাড়ির সঙ্গেও ফ্যাশন থাকবে ঠিকঠাক

শীতের ফ্যাশন নিয়ে আজকাল এক্সপেরিমেন্ট বা পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। আগে শীতে শাড়ির সঙ্গে শাল ছাড়া তেমন কোনো বৈচিত্র্য দেখা যেত না।

 

তবে এবার শাড়ির সঙ্গেও ফ্যাশন ঠিক থাকবে, কারণ চাইলে শাড়ির সঙ্গী করে নিতে পারেন, হাল ফ্যাশনের কোটি, ডেনিম জ্যাকেট, সোয়াটার বা ব্লেজার। যেভাবে ব্যবহার করতে হবে 

•    লম্বা কোটি পরে নিন আর শাড়ির আঁচল গলায় ওড়নার স্টাইলে নিন

•    ব্লেজার বা কোর্ট যাই থাকুক না কেন, শাড়ি পরার পর উপরে চাপিয়ে নিন।


কোর্টের বোতাম লাগাবেন না
•    শাড়ির সঙ্গে হাফহাতা বা ফুলহাতা সোয়াটার ব্লাউজের মতো পরুন  

•    শাড়ি পরে তার ওপর জ্যাকেট চাপিয়ে নিন। স্টাইলও বজায় থাকবে আর ঠান্ডাও লাগবে না।  

শালেও কিন্তু ফ্যাশনের কোনো ক্ষতি হয় না বরং শাড়ির সঙ্গে একটি পশমিনা কাশ্মিরি শালের প্রশংসাই করবে সবাই। যেমনভাবে চান স্টাইল করুন, শুধু যাই পরবেন,  আত্মবিশ্বাসটা ধরে রাখবেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।