ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

যে লক্ষণগুলো দেখলে চশমা বদলাবেন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
যে লক্ষণগুলো দেখলে চশমা বদলাবেন

বেশ দাম দিয়ে চশমা কিনেছেন, কিন্তু চোখের সমস্যা যাচ্ছে না। এটি কিন্তু বড় সমস্যা।

চোখ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই এর যেকোনো সমস্যা গুরুত্ব দিয়ে দেখতে হবে। নিতে হবে সঠিক সমাধান।

কিছু কিছু লক্ষণ আছে, যেগুলো দেখা দিলে দ্রুত চশমা বদলে নিতে হবে। আসুন জানি কি সেগুলো...

১) নিয়মিত মাথা যন্ত্রণা: অনেক সময় এর কারণ খুঁজে পাওয়া যায় না। সাধারণত চোখের পাওয়ার বদলে গেলে এমন সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাওয়ার মাপিয়ে দেখুন। প্রয়োজনে চশমা বদলান।

২) কোনো কাজ করতে গেলে বার বার চোখের পলক পড়ছে? এটি হলে চোখের ওপর চাপ পড়ে। দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন। চোখ পরীক্ষা করান, প্রয়োজনে চশমা বদলে নিন।

৩) বই পড়তে গিয়ে চোখ ক্লান্ত লাগা, কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে চিন চিন করা- লক্ষণগুলো ভালো নয়। চোখে চশমা থাকলে পাওয়ার চেক করে নিন।

৪) অনেক সময়ে চোখের নানা সমস্যায় দৃষ্টি ঝাপসা হয়ে যায়। চশমা বদলে নিলেই সমাধান পাওয়া যেতে পারে।

৫) অনেক সময় চোখ বেয়ে পানি পড়ে। চশমা ব্যবহার করলেও এ সমস্যা হতে পারে। দ্রুত ডাক্তার দেখান।

৬) মাঝে মধ্যে চোখ চারপাশে ঘোরালে একটা জিনিস দুটো দেখা যায়। বুঝতে হবে চশমা বদলানোর সময় এসেছে। ৎ

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।