ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ইন্দোনেশিয়ান চিকেন সাতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
ইন্দোনেশিয়ান চিকেন সাতে

রমজানে বাংলানিউজের বিশেষ আয়োজন ‘টেস্ট অব রামাদান’-এ ইফতার-ডিনার আর সেহরির জন্য দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর মজাদার সব রেসিপি।  

আপনাদের জন্য ইন্দোনেশিয়ান চিকেন সাতের রেসিপি দিয়েছেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) শেফ এ টি এম আহমেদ হোসেন।

 

চিকেন সাতের উপকরণ
•    চিকেন স্ট্রিপস– ৮ পিস 
•    সরিষা বাটা –আধা টেবিল চামচ
•    লবণ পরিমাণ মতো 
•    পিপার – ৫ গ্রাম 
•    আদা বাটা – ৫ গ্রাম 
•    চিলি এবং পেরি সস – আধা টেবিল চামচ 
•    তেল – ১ টেবিল চামচ 

প্রস্তুত প্রণালি 
একটি পাত্রে চিকেন স্ট্রিপগুলো নিয়ে সব উপকরণ বাটিতে রাখুন এবং খুব ভালো করে মিশিয়ে নিন। ১৫ মিনিট মেরিনেশনের জন্য রাখুন। প্যানে তেল দিন এবং প্যান গরম হয়ে গেলে তাতে স্ট্রিপগুলো দিন এবং বাদামি রঙের হয়ে গেলে নামিয়ে নিন।  

ইফতারে পিনাট বাটার সস দিয়ে পরিবেশন করুন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।