ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বিয়ের খরচে লাগাম কীভাবে টানবেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
বিয়ের খরচে লাগাম কীভাবে টানবেন

আজকাল বিয়ের কথা মনে হতেই চোখের সামনে ওঠে কয়েক দিনের টানা অনুষ্ঠান, বিয়ের শপিং-শাড়ি, গয়না, প্রোগ্রামের জায়গা, মেহেদি-হলুদ, বিয়ে-বৌভাত কয়েক ধরনের স্টেজ। আয়োজনে আনন্দ বাড়াতে ডিজে পার্টি, এক ধরনের পোশাক, সাউন্ড সিস্টেম, বাড়ি-বাসরঘর, গাড়ি সাজানোর খরচ তো আছেই।

 

এতো লোকের খাবারের আয়োজনও কম খরচ নয়। সবই তো হলো স্মৃতি ধরে রাখতেও চাই প্রোফেশনাল ফটোগ্রাফার।  

ছেলে-মেয়েরা যখন নতুন বিবাহিত জীবন শুরু করে সবার পক্ষে এতো আয়োজন করার মতো সামর্থ্য থাকে না। তবে সামাজিকতা রক্ষায় অনেক সময়ই দেখা যায়, ঋণ করে সবই করার চেষ্টা করেন।


এই ঋণের বোঝা শোধ করতে নতুন দম্পতিকে প্রায়ই হিমশিম খেতে হয়। ঈদের ছুটির সময়টা অনেকেই বেছে নেন বিয়ের জন্য।

 এবার যারা বিয়ে করবেন জেনে নিন খরচে লাগাম কীভাবে টানবেন-

কতদিন পরে বিয়ে করবেন, আনুমানিক কত খরচ হতে পারে বিয়েতে— সেই বিষয়গুলো মাথায় রেখে টাকা জমানো শুরু করে দিন।  

অবশ্যই যাকে বিয়ে করতে যাচ্ছেন তার এবং দুই পরিবারের সদস্যদের সঙ্গেও পরামর্শ করে নিন এই বিষয়ে। তাদের জানান আপনি কী পরিমাণ অর্থ ব্যয় করতে পারবেন।  

গেস্ট লিস্ট করার সময়ও লক্ষ্য রাখুন, যাদের না বললেই নয় তাদের বলুন।  

কার্ড না করে ফোন, এসএমএস বা মেইলে নিমন্ত্রণ করতে পারেন। কারণ কার্ড করলে সব জায়গায় গিয়ে গিয়ে কার্ড পৌঁছে দিতে হবে। এতে যেমন প্রচুর সময়, লোক দরকার, তেমনি খরচও বাড়বে। খুব প্রয়োজন হলেই সেখানে গিয়ে দাওয়াত করুন।  

বিয়ের গয়নায় খুব বড় একটা বাজেট রাখতে হয়। তবে পোশাকের সঙ্গে মিলিয়ে কিছু গোল্ড প্লেটের সিলভার গয়না কিনে নিলে দেখতেও অনেক সুন্দর লাগে, খরচটাও কমে যায়।  

নিমন্ত্রিতদের সংখ্যা মাথায় রেখে সুচিন্তিতভাবে খাবারের আয়োজন করুন, খাবারের অপচয় আর খরচা— দুই-ই কমবে।

ফটোগ্রাফার, ডিজে এসবের কি খুব প্রয়োজন রয়েছে তাহলে আর ফটোগ্রাফারের পেছনে একগাদা টাকা খরচের দরকার কী মোবাইল বা নিজের ডিজিটাল ক্যামেরাতেই ধরে রাখুন বিয়ের স্মরণীয় মুহূর্তগুলো।

প্রিয় মানুষটিকে নিয়ে ভালো থাকাটাই জরুরি, লোক দেখানো খরচ করে সামনের সময়গুলোতে চাপ নিয়ে কী দরকার!

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।