ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

গরমে স্বস্তি ও সুস্থতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
গরমে স্বস্তি ও সুস্থতা

তীব্র গরমে জনজীবন অস্থির। শরীর-মনের সঙ্গে ত্বকের অবস্থাও নাজুক।

এ সময়ে প্রয়োজন বাড়তি যত্ন এবং কিছু সচেতনতা।

সারা বছরই ত্বকের যত্ন নিতে হয়। তবে গরমকালে এটি বাধ্যতামূলক। কারণ আজকাল ঘাম বেশি হয়। বাতাসে ধুলা ময়লাও থাকে বেশি। গরমে শরীরে অনিয়মের ফলে তৈরি হয় নানা সমস্যা। অনেকেই অলসতা করে এসব বিষয়ে উদাসীন থাকি। তার ফলাফল কিন্তু খুব ভালো হয় না। এই সময়টায় ত্বক এবং শরীর ঠিক রাখতে একটু সচেতন হতেই হবে।

এই গরমে কেমন করে সজীব, সুস্থ ও প্রাণবন্ত থাকা যায়, তার কিছু পরামর্শ
•    বাইরে থেকে ফিরে নিয়মিত ত্বক পরিষ্কার করতে হবে
•    বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নিন
•    সপ্তাহে অত্যন্ত দুই দিন ঘরে তৈরি প্যাক লাগাতে হবে। এতে করে ত্বকের ভেতরের ময়লা দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে
•    ২ চামচ ময়দা, ১ চামচ মধু এবং পাকা কলার মাক্স লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন
•    ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করুন
•    সপ্তাহে দুই থেকে তিন দিন স্ক্র্যাব লাগান। চালের গুঁড়া ভালো প্রাকৃতিক স্ক্র্যাবের কাজ করে
•    এছাড়াও পর্যাপ্ত পানি এবং পানীয় পান করতে হবে
•    টক-মিষ্টি-দই খেলে হজম ভালো হয়, ত্বকও ভালো থাকে
•    কাঁচা আম, পেঁপে এবং বেলের শরবত খেতে পারেন
•    বাইরের ভাজা খাবারের পরিবর্তে চিড়া, মুড়ি খেতে পারেন
•    গরমে সহজপাচ্য ও হালকা মশলাযুক্ত খাবার খান
•    খাওয়ার পাশাপাশি ত্বকেও লাগাতে পারেন তরমুজের রস এবং অন্যান্য ফল
•    দেহে ঘাম জমে ঘামাচি হতে পারে, দিনে দুইবার গোসল করুন
•    পোশাকের ক্ষেত্রে হালকা রঙের সূতি কাপড়ের প্রাধান্য দিন।

গরমে নিজের ও পরিবারের সবার যত্ন নিন সুস্থ ও সুন্দর থাকুন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।