পড়ার সঙ্গে সঙ্গে বইয়ের যত্ন-আত্তিরও দরকার আছে। বই ভালো রাখার সহজ কয়েকটি টিপস
* সহজে খুঁজে পেতে হলে বইয়ের লেবেল ও ট্যাগ লাগিয়ে নিন।
* বুক শেলফের মাপ অনুযায়ী বই রাখুন।
ঠাসাঠাসি করে বই রাখবেন না। এতে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কাত করে নয়, সোজাভাবে রাখুন।
* শেলফ থেকে বই নেওয়ার সময় পুরো স্পাইনটা ধরে বই বের করুন।
শুধু ওপরের অংশটা ধরে টানলে বই নষ্ট হয়ে যেতে পারে।
* স্যাঁতসেঁতে ভেজা ঘরে বই রাখবেন না। বইয়ে ড্যাম্প ধরতে পারে।
* সংকীর্ণ জায়গায় বুক শেলফ তৈরি করার সময় খেয়াল রাখুন, ভেন্টিলেশনের সুবিধা যেন থাকে।
* তাপমাত্রা থেকে বাঁচাতে হলে কাঠের তাকে বই রাখুন। তবে কাঠের তাকের ওপর যেন ওয়াটার প্রুফ পলিশ বা কোটিং থাকে। ফিনিশিং লেয়ার নষ্ট হলে স্টিলের তাকে মরচে ধরতে পারে।
* ভারী বই শেলফে হরাইজেন্টালি রাখুন।
* বই সরাসরি রোদে রাখবেন না। এতে পাতা খারাপ হয়ে যায়।
* বইয়ের পাতায় স্টিলের ক্লিপ লাগাবেন না। মরচে ধরে পাতা নষ্ট হয়ে যায়।
* বই বাঁধতে রাবার ব্যান্ড বা শক্ত দড়ি ব্যবহার না করাই ভালো। এতে বইয়ের পাতা বা কভার ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বই অন্য জায়গায় পাঠাতে হলে বক্সে বা বড় খামের মধ্যে পাঠান। দড়ি দিয়ে বেঁধে নয়।
* বইয়ের আলমারিতে অবশ্যই ন্যাপথলিন ও সিলিকা জেলের পাউচ ব্যাগ রাখুন। এতে একদিকে বইয়ের আলমারিতে পোকামাকড় যেমন কম হবে, তেমনি সিলিকা জেল ময়েশ্চার শোষণ করে নেবে।
* বছরে অন্তত দুবার বইয়ের আলমারি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এএটি