ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

অ্যাপগুলো থাকলেই জীবন আরও সহজ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
অ্যাপগুলো থাকলেই জীবন আরও সহজ 

ডিজিটাল সময়ে এসে, অনেক কাজই আমাদের জন্য সহজ হয়ে গেছে। আর এতে করে বেঁচে যাচ্ছে আমাদের মহামূল্যবান অনেকটা সময়।

আর এই সময় ও শ্রম বাঁচাতে সাহায্য করতে পারে বেশ কিছু অ্যাপ।  
অ্যাপগুলো দিয়ে আমরা যেসব প্রয়োজনীয় কাজ খুব সহজেই করতে পারি।  

প্রথমেই আসে মাসের বিভিন্ন বিল দেওয়া। দীর্ঘ লাইনে অপেক্ষা করে বিদ্যুৎ-গ্যাসের বিল দেওয়ার দিন শেষ হয়েছে স্মার্টফোনে কিছু অ্যাপ ডাউনলোড করেই।  
দেশের অন্যপ্রান্তে থাকা প্রিয়জনের প্রয়োজনে টাকা পাঠাতে এখন লাগে মাত্র কয়েক সেকেন্ড। যদি হাতের ফোনটিতে থাকে  ্এমন কিছু অ্যাপ।  

অ্যাপগুলো ব্যবহার করে কেনাকাটায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৫ থেকে ৩০ শতাংশ ছাড়ও পাওয়া যায়। রয়েছে ক্যাশ ব্যাক অফার।  

রেস্তরাঁর খাবার ঘরে বসে খেতে চাইলে ডাউনলোড করুন ফুডপান্ডা, হাংরিনাকি এমন কিছু অ্যাপস।  

যাওয়া আসার জন্য গাড়ি বা বাইকের জন্য নির্ভরযোগ্য অ্যাপস উবার-পাঠাও।  

নতুন এলাকায় বা দেশে রাস্তা বা বাড়ি খুঁজে  পেতে আপনাকে সহায়তা করবে অ্যাপে থাকা গুগল ম্যাপ। ঢাকার রাস্তায় যানজট কেমন এটাও জেনে যাবেন এই অ্যাপে।  

পিরিয়ডের তারিখ ভুলে যান অনেক নারীই। এবার থেকে তারিখ মনে রাখতে হবে না আপনাকে। অ্যাপ নামিয়ে নিন, থাকুন নিশ্চিন্ত। আগাম নোটিফিকেশন দিয়ে আপনাকে সাহায্য করবে।


ফিনান্সিয়াল গাইড বা হিসাবরক্ষকও এক ক্লিকেই। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আর বিভিন্ন কিস্তি দেওয়া নিয়ে আর ভাবতে হবে না।  
প্রতিদিন কত পা হাঁটছেন বা কত ক্যালোরি পোড়াচ্ছেন সবই জানা যাবে ছোট্ট একটা ট্রেকার অ্যাপস।  

এছাড়া পুরো বিশ্বের সঙ্গে অল্প খরচে যোগাযোগ সহজ করে দিতে রয়েছে হাজারো অ্যাপস।  

আর ওয়াশরুম পরিষ্কার থেকে পার্লারের সৌন্দর্য সেবার জন্য আর খোঁজাখুঁজি করতে হবে না, যদি স্মার্টফোনে ডাউনলোড করা থাকে সেবা এক্সওয়াইজেড।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।