ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

লো মেরিডিয়েনে কফি দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
লো মেরিডিয়েনে কফি দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কফি দিবস উদযাপন করেছে পাঁচতারকা হোটেল লো মেরিডিয়েন।  

এই হোটেল ব্র্যান্ডের সঙ্গে কফির রয়েছে একটি ঐতিহ্যবাহী সম্পর্ক।

বিশ্বব্যাপী কফি সংস্কৃতির প্রচারণা চালিয়ে আসছে লো মেরিডিয়েন।  

সেই ধারাবাহিকতায় ১-১০ অক্টোবর, হোটেলের কফি হাব ল্যাটিচিউড ২৩ ক্যাফেতে আয়োজন করা হচ্ছে স্পেশাল কফি মেনু। এর মধ্য দিয়ে আধুনিক পর্যটন ব্যবস্থায় শিল্প, সংস্কৃতি এবং কুলিনারি ব্যবস্থার একটি মেলবন্ধন খুঁজে পাওয়া যাবে।  

আন্তর্জাতিক কফি দিবসে কফিকে একটি বিশেষ পানীয় হিসাবে প্রচারণা ও উদযাপন করা হয়। ২০১৫ সালের ১ অক্টোবর ইতালির মিলান শহরে ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশনের সূচনা হয়; সেই সঙ্গে এই দিনে কফির প্রচারণার সঙ্গে কফির উৎপাদনে জড়িত দুর্দশাগ্রস্ত চাষিদের বাস্তব অবস্থা আন্তর্জাতিকভাবে তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।