ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পুরুষেরা তাদের আকর্ষণ হারান যে ভুলে!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
পুরুষেরা তাদের আকর্ষণ হারান যে ভুলে!

প্রেমের সম্পর্কে রয়েছেন। অথচ কিছু দিন অন্তরই সঙ্গীর সঙ্গে চলছে অশান্তি।

ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি। মনে মনে হয়তো ভাবছেন কী ভুল হলো, কিন্তু সেই ভুলের তল পাচ্ছেন না। বুঝতেও পারছেন না, প্রেমিকা কেন আপনার প্রতি রেগে আছেন, কেন তার সঙ্গে সম্পর্ক ক্রমেই এগোচ্ছে অবনতির পথে।

সম্পর্ক নষ্ট হওয়ার যন্ত্রণা নারী-পুরুষ নির্বিশেষে পেয়ে থাকেন। কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই পুরুষেরা নাকি সমস্যার মূলে পৌঁছতে পারেন না! ফলে সমাধানসূত্র খুঁজে পাওয়ার আগেই মূল্যবান সম্পর্ক হারিয়ে বসেন। মনোবিদদের মতে, পাঁচটি ভুল করলে নারীদের কাছে আকর্ষণ হারান তাদের পুরুষ সঙ্গীরা।

* আবেগের অভাব

জীবন সব সময় সমানভাবে চলে না। ওঠাপড়া লেগেই থাকে। একজন নারী প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলে আশ্রয় খোঁজেন তার পুরুষসঙ্গীর কাছে। সেই সময় তিনি যদি মানসিকভাবে পাশে থাকতে না পারেন, তবে সঙ্গীর সম্পর্কে মনে বিরাগ জন্মাতে পারে। শুধু তা-ই নয়, মনোবিদেরা বলছেন, এমন ঘটনা একাধিক বার ঘটলে মানসিকভাবে পুরুষ সঙ্গীর থেকে সরে যেতে থাকেন নারী।

* সমর্থনের অভাব

রোজই নানা ঘটনা ঘটে জীবনে। তা নিয়ে নানা রকম মতামতও তৈরি হয় মনে। দিনের শেষে সেসব মনে হওয়া সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছে হতেই পারে একজন নারীর। কিন্তু পুরুষসঙ্গী তার মতামতকে গুরুত্ব না দিয়ে যদি অবহেলা করেন বা তার অবস্থানবিন্দু থেকে তার বক্তব্য অনুভব না করেন, তবে নারী সঙ্গীর মনে হতেই পারে, সম্পর্কে তিনি একা বা সম্পর্কটিই অসম্পূর্ণ।

* সঙ্গীর সাফল্যে নিরাপত্তাহীনতা

যেকোনো সম্পর্কেই একজন অন্যের সাফল্যে খুশি হন। সাফল্যকে উদ্‌যাপন করেন। কিন্তু পুরুষ সঙ্গীটি যদি তার সঙ্গিনীর সাফল্যে খুশি না হন, তবে তার প্রতি আগ্রহ হারান নারীরা।

* দাবিয়ে রাখার চেষ্টা

যদি পুরুষ সঙ্গী নিজেকে উঁচু বা বড় দেখাতে চান, নারী সঙ্গীকে দাবিয়ে রাখার চেষ্টা করেন, তবে নারীরা আগ্রহ হারান। শুধু তা-ই নয়, সঙ্গীর সঙ্গে দূরত্বও তৈরি হতে পারে ওই কারণে।

* ‘নারীসুলভ’ বৈশিষ্ট্য বর্জিত

পৌরুষ জাহির করেই যারা নারীমন জয় করতে চান, তারা জেনে রাখতে পারেন, পুরুষ সঙ্গীর কাছ থেকে ‘নারীসুলভ’ নরম স্বভাবেরও আশা রাখেন নারীরা। কোমল, সংবেদনশীল মনোভাব, সব সময় না হলেও মাঝে মধ্যে আবেগের বহিঃপ্রকাশ পছন্দ করেন নারীরা।

* ধারাবাহিকতা না থাকা

আজ আবেগে গলে পড়লেন। কাল কোনো কথার গুরুত্বই দিলেন না। পরশু হয়তো কোনো কারণে দুর্ব্যবহার করলেন। কাছের মানুষটির আচরণে এমন ধারবাহিকতার অভাব আপনার নারী সঙ্গীকে দূরে নিয়ে যেতে পারে। কে কী ভাবতে পারে, সে ব্যাপারে পুরুষ সঙ্গীর বেপরোয়া ভাবও তাকে নারীদের চোখে অনাকর্ষণীয় করে তুলতে পারে। অবশ্য সব পুরুষের ক্ষেত্রে বা সব সম্পর্কের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলোর বাইরেও সমস্যা থাকতে পারে। সেগুলো একান্তভাবেই ব্যক্তিবিশেষের ওপর নির্ভরশীল।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।