মেকআপ ভোল বদলে দিতে পারে। প্রসাধনীর প্রতি তাই সবার তীব্র আকর্ষণ থাকেই।
* ঠোঁটে লিপস্টিকের রং সারা দিন ধরে রাখতে লিপস্টিক পরার পর তাতে পাউডার লাগিয়ে নিন।
* মুখটি সঠিকভাবে কনট্যুর করার জন্যে গাল ও চোখের চারপাশে এঁকে নিন। তারপর একটি কনট্যুরিং ব্রাশ দিয়ে ভালো করে তা মিশিয়ে নিন। কনট্যুর ঠিক হওয়া অত্যন্ত জরুরি।
* সাধারণ নেলপালিশের পরিবর্তে জেল নেলপালিশ পরতে পারেন। তাতে হাতের দিকে নজর যাবে অনেকের। তাছাড়া সাজেও একটা অন্য মাত্রা যোগ হবে।
* বাড়ি থেকে সুন্দর করে চুল সেট করে বেরোলেন। কিন্তু বাইরে যেতেই হাওয়া লেগে চুলের অবস্থা বেহাল হয়। সেেই ক্ষেত্রে চুল ঠিক রাখতে চাইলে সব সময় সঙ্গে রাখুন সিরামের বোতল।
* ১৫ মিনিট আগে ফ্রিজে নেলপালিশ রেখে পরলে প্রলেপ মসৃণ হয়। নখ রাঙানো সাজগোজের গুরুত্বপূর্ণ অঙ্গ। অনেকেই বিষয়টি এড়িয়ে চলেন। তবে সেটা ঠিক হবে না।
* অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করবেন না। রূপটানের ক্ষেত্রে ফাউন্ডেশন অতি গুরুত্বপূর্ণ উপাদান। তবে অতিরিক্ত ব্যবহার করলে মুখের ওপর আস্তরণ পড়ে যায়, তখন সাজটা মুখে ঠিকঠাক বসে না।
* রং ফর্সা করতে অনেকের স্বভাব বেশি করে ফেস পাউডার মেখে নেওয়া। এই ভুলের কারণেও কিন্তু ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হয়ে পড়ে।
ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে অনেকেই শিমার ব্যবহার করে থাকেন। শিমার মূলত দুই গালে ও চোখের পাতার ওপর লাগানোর নিয়ম। তবে মুখের অন্যান্য অংশে শিমারের ব্যবহারে চেহারায় বার্ধক্যের ছাপ ফুটে উঠতে পারে।
* যথাসম্ভব কম ব্লাশ অন ব্যবহার করুন। অতিরিক্ত ব্লাশ অন ব্যবহার করলে গালের দু’পাশের চামড়া ঝুলে গেছে বলে মনে হয়।
* অনেকে ম্যাট লিপস্টিক পরতে ভালোবাসেন। তবে চেহারার সঙ্গে মানানসই ম্যাট লিপস্টিক না পরলে মুখে বয়সের ছাপ প্রকট হয়ে ওঠার সম্ভাবনা থাকে। গ্লসি কিংবা সেমি গ্লসি লিপস্টিক পরে দেখতে পারেন।
* ভ্রু আঁকার সময় সতর্ক থাকুন। বেশি গাঢ় করে না আঁকাই ভালো। ভ্রূ অতিরিক্ত মোটা হয়ে গেলে বেশি বয়স্ক দেখতে লাগবে।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এএটি