ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ওজন কমাবে টিকা!

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০
ওজন কমাবে টিকা!

ওজন অনেক বেড়ে গেছে? কোনও চিন্তা নেই। নিশ্চিন্তে খেয়ে যেতে পারেন।

ভাবছেন এ আবার কেমন কথা! তবে আপনি যদি চান, সব ঠিক রেখেও মাত্র ছয় মাসের মধ্যেই কাপড়ের মাপ দুই সাইজ কমিয়ে আকর্ষণীয় ফিগারের অধিকারী হতে পারেন।

কোন জাদুতে এই অসম্ভবকে বাস্তবে দেখা যাবে নিশ্চই ভাবছেন? ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, বিস্ময়কর ফলাফলের একটি টিকা আবিষ্কার হয়েছে। এর নাম লিরাগ্লুটাইড। দিনে দু বার ব্যবহারের মাধ্যমে নারী-পুরুষ উভয়েরই নির্দিষ্ট সময়ে ৯ দশমিক ৫ কিলোগ্রাম ওজন কমানো সম্ভব।

রক্তচাপ নিয়ন্ত্রণ, কলেস্টেরলের মাত্রা ঠিক রাখা থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও ওষুধটি কাজ করে।

এরই মধ্যে এই ওষুধ ডায়বেটিস চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। টিকা ব্যবহারকারীরা ভালো ফল পাচ্ছেন বলে পত্রিকায় উল্লেখ করা হয়েছে।

টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেনিস ফার্ম নোভো নরডিস্ক বড় আকারে ৫০০০ স্থূল নারী-পুরুষের ওপর টিকাটি চূড়ান্তভাবে পরীক্ষা করে দেখছে।

এর আগে, গবেষকরা ৫৫০ জন নর-নারীর ওপর টিকাটি পরীক্ষা করে, এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছে।

টিকাটি বিশ্ব স্বাস্থ্য বাজারে আগামী তিন বছরের মধ্যেই পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ০০১৫, ডিসেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।