ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নেতাজিকে অপমান: অমিতাভের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১১

কলকাতা: নেতাজি সুভাষ চন্দ্র বসুকে অপমান করার জন্য এবার মামলায় জড়ালেন বলিউডের  সুপারস্টার অমিতাভ বচ্চন ও বেসরকারি টিভি চ্যানেল সনি কর্তৃপক্ষ। এদের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছে মুম্বাই হাইকোর্ট।



সনি টিভিতে প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘কোন বনেগা কৌড়পতি’ প্রচারে নেতাজীর ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় দেওয়া আহ্বান ‘তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’কে বিকৃত করে অপমানজনকভাবে ব্যবহার করা হয়েছে বলে জনস্বার্থে মামলা করেছেন মুকেশ শর্মা।

বুধবার এ মামলার পরিপ্রেক্ষিতে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে অমিতাভ ও সনি টিভিকে জবাব দেওয়া নির্দেশ  দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মোহিত শর্মা ও জি এস গডবোলে।

মামলার সঙ্গে যুক্ত ভারতের কেন্দ্রীয় বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সংস্থার পক্ষে আইনজীবী রুই রডরিগস এ অভিযোগ খ-ন করে বলেন, ‘নেতাজীকে কোনওভাবেই অবমাননা করা হয়নি। মজা করার জন্যই এই বিজ্ঞাপন চিত্রটি বাসানো হয়েছে। ’

অন্যদিকে মুকেশ শর্মা বলেছেন,‘এই বিজ্ঞাপনটিতে নেতাজীর আহ্বানটিকে বিকৃত করা হয়েছে। বিজ্ঞাপনের ৬টি দৃশ্য আছে তার মধ্যে ৫টি দৃশ্যে এটা করা হয়েছে। এ ধরনের প্রচার করে তার (নেতাজি) স্বাধীনতা সংগ্রামের মহান ভূমিকাকে ছোট করছে সনি টিভি। ’

তিনি আরও বলেন,‘বিজ্ঞাপনটি এমনভাবে দেখানো হয়েছে, এতে মনে হতে পারে নেতাজীর সম্বন্ধে ভারতবাসী কিছুই জানে না। যা দেশের ঐক্য ও সংহতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। ’

বিজ্ঞাপনটি নিয়ে অমিতাভ বচ্চনের তীব্র সমালোচনা করেছেন মুকেশ।

তিনি বলেন, ‘অমিতাভ কী করে এই প্রচারে রাজি হলেন, তাই তো বুঝতে পারছি না। ’

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।