ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বাবার জন্য উপহার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৩
বাবার জন্য উপহার

বছর ঘুরে আবার বাবা দিবস চলে এলো। ১৬ জুন বাবা দিবসকে ঘিরে বাবার প্রিয় সন্তানেরা নিশ্চয় এরই মধ্যে পরিকল্পনা করে নিয়েছেন, কি হবে এই বিশেষ দিনে বাবার জন্য উপহার? যেটি দেখে আনন্দের হাসি ফুঁটে উঠবে বাবার চোখে মুখে।

দেখে নিন কি উপহার হতে পারে, যা বাবার প্রয়োজন এবং পছন্দ দুটো দিকই পুরণ করবে:

ব্যাগ-ইনফিনিটি, এলিয়েন্স, বস, হুগো সব এসব নাম করা ব্র্যান্ডের অফিস ব্যাগ পাবেন ১২০০ থেকে ১৩ হাজার টাকার মধ্যে।

মানিব্যাগ-ডিএন্ডজি, ব্যালি, লি, অ্যাপল গার্ডেন, লেভিস ব্র্যান্ডের মানিব্যাগের দাম ৭৫০ থেকে ২৬০০ টাকা।

বেল্ট- ইনফিনিটি, লেভিস, মন্ট ব্লান্সের বেল্ট ৭০০ থেকে ২০০০ টাকা।

ঘড়ি- আলবা, কেসিও, সিটিজেন, টাইটান, কোলবার ঘড়ির দাম ৫০০০ থেকে ৩০ হাজার টাকা।

কলম- পার্কার, প্লে-বয়, ক্রোকোডাইল, শেফার কলম ১৫৫০ থেকে ৫০০০ টাকা।

জুতা- বাটা, এ্যাপেক্স, নাইকি, হাস-পাপিস, এ্যাডিডাস জুতা ১০০০ টাকা থেকে ৮০০০ টাকা।

পারফিউম- আরমানি, ডিওর, সিকে, ক্যারোলিনা, বারবেরি, হুগো বসসহ নানা ব্যান্ডের পারফউম পাবেন ১০০০ থেকে ১০ হাজার টাকায়।

সেভিং-কিডস- জিলেট, ডেনিম, নেভিয়ার শেভিং ফোম এবং জিলেটের রেজারের দাম ২০০ থেকে ১ হাজার টাকা।

সানগ্লাস- বস, ক্যারেরা, চ্যানেল, আরমানি, গুচি, রে-বন সানগ্লাস পাওয়া যায় ১৭৫০ থেকে ১০ হাজার টাকায়।

পোশাক- সব সময় বাবা যেসব পোশাক পরেন, আরামদায়ক সেসব পোশাক দেশি ফ্যাশন হাউসগুলো থেকে কিনতে পারেন।

মগ- একটি মগও বাবার জন্য সুন্দর উপহার হতে পারে। ১০০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকায়ই আপনার পছন্দের মগটি পেয়ে যাবেন।

এছাড়াও এখন প্রযুক্তির যুগ, চাইলে বাবাকে মোবাইল ফোন সেট, পেনড্রাইভ, ল্যাপটপ, নেটবুক দিতে পারেন।

আর বাবার কোনো পছন্দের জায়গায় ঘুরে আসতে পারেন। তার পছন্দের কোনো রেস্ট্রুরেন্টে খেতে পারেন। বিশেষ এই দিনটির কিছুটা সময় বাবার কাছে আপনার ছোট বেলার গল্প শুনতে চাইতে পারেন। তার পাশে থাকুন, একটা সময় বাবা আমাদের হাত ধরে চলতে শিখিয়েছেন আজ যেন তার মানসিক শক্তি হতে আমাদের কোনো কার্পণ্য না থাকে।

কৃতজ্ঞতা: ইনফিনিটি মেগাশপ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।