ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পত্রিকা সম্পাদক হুমায়ুন ফরীদি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

হুমায়ুন ফরীদি এবার পত্রিকা সম্পাদনায় এসেছেন। না, বাস্তবে নয়।

তাকে পত্রিকার সম্পাদক হিসেবে দেখা যাবে ‘হৃদয়ের কাছের বিষয়’ নামের একটি ধারাবাহিক নাটকে। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটি পরিচালনা করছেন কামাল খান, প্রযোজনা করেছেন ফরীদি নিজেই। নাটক প্রসঙ্গে তিনি বললেন, এই প্রথম আমি পত্রিকার সম্পাদকের চরিত্রে অভিনয় করছি। রাবেয়া খাতুনের লেখা ‘হৃদয়ের কাছের বিষয়’ উপন্যাসটি খুবই চমৎকার । এর পাতায় পাতায় আছে নাটকীয়তা। নাটকটিতে অভিনয় করে খুব মজা পেয়েছি। ধারাবাহিক নাটক ‘হৃদয়ের কাছের বিষয়’ প্রচার হবে চ্যানেল আইতে। ধারাবাহিকটি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫৪৫, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।