ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

টিভি কিউ : নির্বাচিত অনুষ্ঠান ২৪ জুলাই ২০১০ শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

ধারাবাহিক নাটক : লীলাবতী
এটিএন বাংলায় ২৪ জুলাই রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘লীলাবতী’র ১৪তম পর্ব। নাটকটি প্রতি শনি ও রবিবার প্রচার হচ্ছে।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটির নাট্যরূপ ও পরিচালনা অরুণ চৌধুরীর। নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তমালিকা, আরেফিন শুভ, তিন্নী, হিল্লোল, নোভা, বিন্দু, প্রভা, আসিব প্রমূখ।
গল্প: সিদ্দিকুর রহমান মধ্যবয়স্ক এক রহস্যময় পুরুষ। অবস্থাসম্পন্ন এই লোক স্বশিতি, অহংকারী আবার পরোপকারী। প্রচুর জমিজমা, জলমহালের মালিক তিনি। তরুণ বয়সে বিয়ে করেন আয়না নামের এক রূপবতী নারীকে। আয়না একদিন তার দাদিশাশুড়ির কাছ থেকে অপমানিত হয়ে বাপের বাড়ি চলে যায়। সন্তান প্রসবের সময় বাপের বাড়িতেই মারা যায়। আয়না রেখে যায় লীলাবতী নামের এক কন্যা। আয়নার ভাইয়েরা লীলাবতীকে নিজেদের বাড়িতে রেখে দেয়। বছর পাঁচেক পর সিদ্দিকুর রহমান আবারও বিয়ে করেন। স্ত্রীর নাম রমিলা। দাদিশাশুড়ির সেবা-যতœ করতে করতে একসময় রমিলা পাগল হয়ে গেলে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। ২১ বছর পর লীলাবতী তার বাবাকে দেখতে হাজির হয় সেই গ্রামে। ঘটনা মোড় নেয় নতুন দিকে।

হৃদয়ে মাটি ও মানুষ: লটকন ফল নিয়ে প্রতিবেদন

নরসিংদীজুড়ে এখন মৌসুমী ফল লটকন নিয়ে কৃষকের ব্যস্ততা। ভালো ফলন পাওয়ার দারুণ আশাবাদী হয়ে উঠেছেন তারা। লটকন পাল্টে দিয়েছে এলাকার বহু মানুষের ভাগ্য। কিন্তু দারুণ পুষ্টিকর ও সুস্বাদু এই ফলের কাক্সিত সম্প্রসারণ ঘটছে না অন্য জেলাগুলোতে। এ নিয়ে হৃদয়ে মাটি ও মানুষের আজকের পর্বে রয়েছে একমাত্র প্রতিবেদন। প্রচার হবে ২৪ জুলাই রাত ৯টা ৩৫ মিনিটে। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ।

ধারাবাহিক নাটক: গ্র্যাজুয়েট
২৪ জুলাই শনিবার রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘গ্রাজুয়েট’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, হাসান মাসুদ, তিশা, বাধন, নাফিজা, শ্রাবন্তী, সেওতী, ঈশিতা, অন্নি, সোহেল খান, ফারুক আহমেদ, সি্িদ্দকুর রহমান, আমিরুল হক চৌধুরী, মম মোর্শেদ, শামীম, জয়রাজ, বাবর প্রমুখ।
 গল্প: জাহিদ। বয়স ৩২। চারবার পরীা দিয়ে বিএ পাশ করেছেন। বরাবরই ইংরেজীতে ফেল করেছেন। তাই ইংরেজীর প্রতি একটু বেশী আগ্রহ। এবং সে সবার সাথে ইংরেজীতে কথা বলার চেষ্টা করে যদিও সেগুলো ভুল ইংরেজী। একটু সহজ সরল বোকা প্রকৃতির ছেলে কিন্তু সৎ। জাহিদ নিজেকে গ্রেজুয়েট বলে পরিচয় দিতে গর্ববোধ করে। তাই গ্রামের সবাই তাকে গ্রেজুয়েট বলে ডাকে। পরিবারে বয়স্ক মা বা ছাড়া আর কেউ নাই। কিন্তু কোথাও কোনো চাকুরী মিলে না। গ্রামের একটি মেয়েকে ভালবাসত। বেকার থাকার কারনে মেয়ের বাবা জাহিদের কাছে বিয়ে না দিয়ে মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। জাহিদ সে কষ্ট বুকে নিয়ে ঢাকা শহরের উদ্ধেশ্যে রওনা দেয়। বাসে উঠে । বাসে উঠার পর ঘটতে থাকে মজার ঘটনা। ঢাকায় এসে একটি বাড়ীতে একটি রুম ভাড়া নেয় একটি শর্তে ১১মাস বাড়িটা ভাড়া পাবে আর এক মাস অন্যত্র থাকতে হবে। এক মাস ভাড়া না দেওয়ার কারন জাহিদ বের করে। বাড়ির মালিক সোহেল খান আসল মালিক না। আসলা মালিক লন্ডন প্রবাসী। প্রতি বছর ডিসেম্বর মাসে দেশে আসে বেড়াতে। বাড়ির অন্য ভাড়াটিয়া হাসান মাসুদ, আখম হাসান সহ আরো অনেকে। বাড়িতে উঠার পর শুরু হয় এক এক মজার কাহিনী।
ক্যারিয়ার শো : দ্য এইম
একুশে টিভিতে ২৪ জুলাই শনিবার বিকাল ৫টা ২৫ মিনিটে  প্রচারিত হবে লারা লোটাসের উপস্থাপনায় ক্যারিয়র শো ‘দ্যা এইম’। অনুষ্ঠানটি আজকের  পর্বে থাকছে সংবাদ উপস্থাপনা। এতে বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন বেশ  কিছু প্রতিষ্ঠিত উপস্থাপক। বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার প্রেেিত কাজের ত্রে বা দকর্মীর অভাব হওয়ায় প্রভাব পরছে জাতীয় অর্থনীতিতে। অথচ আমাদের যুব সমাজ কর্মঠ ও সৃজনশীল হওয়া সত্ত্বেও যথার্থ পথ না পাবার কারণে সঠিক দিকে অগ্রসর হতে পারছেনা। তাদের সামনে গাইড লাইন তুলে ধরার জন্যই ক্যারিয়ার বিষয় অনুষ্ঠান ’দ্য এইম’ এর পরিকল্পনা। প্রতিটি মানুষ চায় তার কাজ বা কাজের পরিবেশটি তার নিজের মত করে নিতে। তাই নির্দিষ্ট কোন পেশায় যাবার
আগে কেউ যদি সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারে, তাহলে তার পে পেশায়  মনোযোগ দেয়া ও কাজে আন্তরিক হওয়া সহজ থাকে। অনুষ্ঠানটিতে সৃজনশীল পেশার প্রতি গুরুত্ব দেয়া হয়। উলেযোগ্য বিষয়ের মধ্যে আছে বিজ্ঞাপনচিত্র নির্মাণ, ফ্যাশন ডিজাইনিং, মডেলিং, উপস্থাপনা বা সংবাদ পাঠ, সাংবাদিকতা, গ্রাফিক্স ডিজাইন বা এ্যানিমেশন, ফটোগ্রাফি,  বিউটিশিয়ান, এয়ারহোষ্ট, ফাইং কাব, মেডিক্যাল ট্রান্সকিপশন, এক্সকিউটিভ, ম্যানেজমেন্ট, ফ্রন্টডেক্স, হোটেল ম্যানেজমেন্ট সহ আরো অনেক নতুন নতুন কাজের ক্ষেত্র।
ধারাবাহিক নাটক : যাও পাখি
দেশটিভিতে ২৪ জুলাই রাত ৯টা ৪৫মিনিটে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘যাও পাখি’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে আজাদ আবুল কালামের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আবুল হায়াত, দিলারা জামান, আমিরুল হক চৌধুরী, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, বিজরী বরকত উল্লাহ, চাঁদনি, গোলাম ফরিদা ছন্দা, সোলায়মান খোকা, নুরুল আলম মিল্কি, আজিজুল হাকিম, নাজনিন চুমকী, লিনা আহমেদ, রেজওয়ানা রাহি, জয়া রায়, আনান, পীরজাদা শহীদুল হারুন, তিতাস, তাঙ ময়ন, কাজী তামান্না তৃশা, শান্তা, শাহজালাল, মুগ্ধ, ওয়াফা, রনি, আবুহেনা চৌধুরী, যায়েদ বিন করিম বাচ্চু, হারুনুর রশিদ, মোশতাক হোসেন, জুয়েল, রাসেল, জয়া, জেমী, অধোরা, অহিলা, মোঃ বারেক, বিকাশ, পলাশ, মামুন, নিশু, ছবি।
গল্প : সংসারটাকে কারো কারো কাছে খুবই আঁটোসাঁটো লাগে, যেমন লাগে যাওপাখি উপন্যাসের প্রধান
চরিত্র কর্তার। কর্তার নিজের সংসারে মতি নেই, তিনি পৃথিবীটাকে নিজের সংসার মনে করেন। বউ ছেলেমেয়ের
চাহিদার কাছে নত না হয়ে তিনি পালিয়ে বেড়ান ঘুরে বেড়ান মানুষগড়ার জন্যে, এগ্রাম থেকে সে গ্রাম।
ঘরে ঘরে মানুষকে ভালো হবার কথা, আশার কথা, নীতিকথা, মিলেমিশে থাকার কথা শুনিয়ে বেড়ান। অচেনা
অজানা গ্রামে তিনি সৎ ও সত্যে আদর্শ প্রচার করে বেড়ান। কর্তা ঘুরতে ঘুরতেই আবিষ্কার করেন বহেরু নামের
এক আশ্চর্য মানুষকে। বহেরু কর্তার কিছু দেখাশোনা করেন। বহেরুর নামে গ্রামের নাম বহেরুগ্রাম। সে গ্রামজুড়ে
নানান আজব জিনিস। আজব মানুষ। ধান চাল সবজি মাছ ইত্যাদির প্রাচুর্যেভরা বহেরুর বাড়ি। বহেরুর বাড়িতেই
কর্তার আপাত ঠিকানা। বহেরুর বাড়িতে আছে চিড়িয়াখানা। আছে তাঁতী, সাঁওতালসহ নানান পদের মানুষ।
বহেরু শক্ত সমর্থ উদার মানুষ। কর্তার দুই ছেলে রণেন আর সৌমেন, এক মেয়ে শীলা। রণেন আর শীলা
বিবাহিত। সৌমেন চাকরি খুঁজছে, আড্ডা দেয়, টিউশানি করে। মাঝে মাঝে মার কথামতো বহেরুর বাড়িতে যায়
বাবার খোঁজ খবর নিতে। বাবার সঙ্গে দেখা হয়, হয় না। বহেরুর বাড়ি থেকে কিছু ধান চাল সবজি মাঝে মাঝে নিয়ে আসে। বাবার কাছথেকে কিছু টাকাও কখনো কখনো আনে মায়ের তাগাদায়। কর্তা সংসার থেকে আলগা, কিন্তু বাঁধনছেঁড়া নন। রণেনের বউ বীণার শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটি করে, ছেলেপুলে বুকে আলগে রাখে। স্বামীকে নিজের সম্পত্তি বলে
মনে করে। কর্তার বড়ো ছেলে বড়ো চাকুরে। উপার্জন মন্দ নয়, কিন্তু বাহুল্য খরচ আছে তার, অন্য নারীতে তার
আসক্তি আছে, যা তার চালচলনে ধরা পড়ে। সৌমেন, আধুনিক মনস্ক। তাঁর বন্ধুবান্ধবীভাগ্য ভালোই। তাদের সঙ্গে
তুমুল আড্ডা হয়। শহর আর গ্রামের আধুনিক মিশ্র জীবনের স্বাদ পাওয়া যায় যাও পাখিতে।

এটিএন বাংলা
বেলা ০২টা ৪০মিনিট    বাংলা ছায়াছবি : ইবলিশ। পরিচালনাঃ রুহুল আমিন।
অভিনয়েঃ রিয়াজ, পূর্ণিমা প্রমূখ।
রাত  ০৮টা    ধারাবাহিক নাটক ‘প্রজাপতি মন’ (৩২ পর্ব) রচনাঃ ফেরদৌস হাসান, পরিচালনাঃ ফজলুর রহমান।
অভিনয়েঃ মীর সাব্বির, সুমাইয়া শিমু, নাদিয়া, মৌসুমী বিশ্বাস, শাহরিয়ার নাজিম জয়, মাজনুন মিজান, আবুল হায়াত, ডলি জহুর, রহমত আলী, ওয়াহিদা মলিক, ফখরুল হাসান বৈরাগী প্রমূখ।
রাত ০৮টা ৪০মিনিট    ধারাবাহিক নাটক ‘নো প্রবলেম ডট কম’ (৫২ পর্ব)
রচনা ও পরিচালনাঃ মানিক মানবিক।
অভিনয়েঃ চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, জেনী, শশী, নাফিজা, বাপ্পী আশরাফ প্রমুখ।
রাত ০৯টা ২০মিনিট    ধারাবাহিক নাটক ‘লীলাবতী’ (১৪ পর্ব) উপন্যাসঃ হু মায়ূন আহমেদ,
 নাট্যরূপ ও পরিচালনাঃ অরুণ চৌধুরী।
অভিনয়েঃ শহীদুজ্জামান সেলিম, তমালিকা, আরেফিন শুভ, তিন্নী, হিলোল, নোভা ফিরোজ, বিন্দু, প্রভা, আসিব প্রমূখ।
চ্যানেল আই
বেলা ১২টা ০৫মিনিটে    মুক্তিযুদ্ধ প্রতিদিন
            উপস্থাপনা নাসির উদ্দিন ইউসুফ, প্রযোজনা রাজু আলীম।
বেলা ০১টা ৩০মিনিটে    বাংলা ছায়াছবি : নয় নাম্বার বিপদ সংকেত
পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে রহমত আলী, জয়ন্ত চট্রোপাধ্যায়, আসুদুজ্জামান নূর, দিতি, তানিয়া আহমেদ, শবনম পারভীন, রূপক তালুকদার, মাজনুন মিজান, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, চৈতী,  শিশুশিল্পী এষা, মিম প্রমুখ
বিকাল ০৫টা ৫০মিসিট    রিয়েলিটি শো :ফ্যান কাব টুর্নামেন্ট
            উপস্থাপনা আশফাহ হক লোপা, পরিচালনা মাহী বি. চৌধুরী
রাত   ০৭টা ৫০মিনিট    ধারাবাহিক নাটক : চৈতা পাগল
রচনা: বৃন্দাবন দাস, চিত্রনাট্য ও পরিচালনা : মাহফুজ আহমেদ।
অভিনয়ে জয়া আহসান, মাহফুজ আহমেদ, বাঁধন, রওনক হাসান, সোহেল খান, মৌসুমি বিশ্বাস, লুৎফর রহমান জর্জ, সিদ্দিকুর রহমান, মাহমুদুল মিঠু, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান প্রমুখ।
রাত ৯টা ৩৫মিনিট    কৃষি অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক অনুষ্ঠান : হৃদয়ে মাটি ও মানুষ
            পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা শাইখ সিরাজ।
রাত ১০টা        ধারাবাহিক নাটক :উড়ালপঙ্খী
রচনা :বদিউজ্জামান খান, পরিচালনায়: অনির্বান। অভিনয়ে: হাসান মাসুদ, ইলোরা গহর, হিমু, আরমান পারভেজ     মুরাদ, তানজিকা, রিফাত চৌধুরী, খালেদা আখতার কল্পনা প্রমুখ।
রাত ১১টা ৩০মিনিট    ধারাবাহিক নাটক : চন্দ্রমগ্ন ।
রচনা: বিপাশা হায়াত, পরিচালনা: তৌকীর আহমেদ।
অভিনয়ে: মৌসুমী বিশ্বাস, তৌকীর আহমেদ,আবিদ রেহান, মৌটুসী, তাজ্জি, আল-মনসুর, শিরীন আলম, শামীমা নাজমিন, প্রমুখ

এনটিভি
বিকাল ০৬টা ১০মিনিট    শুভসন্ধ্যা                     
সন্ধ্যা   ০৬টা ৪০মিনিট    সংস্কৃতি এই সপ্তাহ
রাত    ০৮টা ১৫    মিনিট     ধারাবাহিক নাটক: গ্র্যাজুয়েট (রচনা-পরিচালনা: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ)
রাত   ০৯টা        মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা ২০১০
রাত ১১টা ৪০ মিনিট    মিউজিক জ্যাম
বাংলাভিশন
বেলা ০২টা ৩০মিনিট     বাংলা সিনেমা ‘অনুতপ্ত’; অভিনয়ে: শাবনাজ, নাইম প্রমুখ।
রাত ০৮টা ১৫     মিনিট    ধারাবাহিক নাটক ‘জামাইমেলা। ’ রচনা: বৃন্দাবন দাস; পরিচালনা: আজহারুল
        আলম বাবু। অভিনয়ে: মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শামীম    জামান,  
            আ.খ.ম. হাসান, আজিজুল হাকিম, ড. এনামুল হক, নোভা, আলভী, দিহান,
            শাহনাজ খুশি, পুতুল, বৃন্দাবন দাস, আনিসুল হক বরুন,প্রমুখ।
রাত ০৯টা ০৫ মিনিট    ধারাবাহিক নাটক ‘চন্দ্রবিন্দু’; রচনা ও পরিচালনা: ইদ্রিস হায়দার; অভিনয়ে: পারভীন সুলতানা দিতি, রাইসুল ইসলাম আসাদ, সজল, বিন্দু, প্রাণ রায়, ফারুক আহমেদ, তানজিকা, আগুন, মৌসুমী বিশ্বাস, নোভা,প্রমুখ।
রাত ০৯টা ৪৫মিনিট     প্রতিদিনের ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’। রচনা ও পরিকল্পনা: নিমা রহমান; পর্ব পরিচালনা: সতীর্থ রহমান। অভিনয়ে: সুজাতা, তারিক আনাম খান, দিতি, মৌ, অপূর্ব, আতাউর রহমান, মিতা নূর, বাঁধন, আলভী, টুটুল, লিনা আহমেদ, প্রিসিলা পারভীন, শশী, নিসা, মাহমুদ সাজ্জাদ, মারুফ প্রমুখ।

একুশে টিভি
দুপুর   ০১টা ৩০মিনিট    বাংলা চলচ্চিত্র : এই মন তোমাকে দিলাম।
দুপুর   ০৪টা ৩০মিনিট    মুক্ত খবর।
বিকাল ০৫টা ২৫মিনিট    ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠা : দ্য এইম।                             
রাত   ০৭টা ৫০ মিনিট    সেলিব্রেটি প্রোফাইল শো : অতঃপর আমি।
রাত   ০৯টা ৩০     ধারাবাহিক নাটক : ভাবী। কাহিনী: আব্দুস সালাম,
রচনা :  মানস পাল, পরিচালনা : দেবাশীষ বড়–য়া দীপ।
অভিনয়ে: বন্যা মির্জা, সোয়েব, সজল, জ্যোতিকা জ্যোতি, নাফিজা, সীমানা, ইনামুল হক, শামীম, শিরীন আলম প্রমূখ।

ক্যাপশন- এটিএন বাংলার ধারাবাহিক নাটক : সূবর্ণস্বপ্ন
ক্যাপশন- একুশে টিভির ক্যারিয়ার শো : দ্য এইম
ক্যাপশন- চ্যানেল আইতে হৃদয়ে মাটি ও মানুষ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।