ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

এনএসইউ-তে চলছে চলচ্চিত্র ও চিত্র প্রদর্শনী

রাফে সাদনান আদেল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

ঢাকা: নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিনে অ্যান্ড ড্রামা কাব তাদের ক্যাম্পাসে আয়োজন করেছে ‘দি ব্লাড প্রাইম ডোনা’ চলচ্চিত্র ও চিত্র প্রদর্শনীর।

এগুজেনে লোনোস্কোর লেখা নাটক ‘দি ব্লাড প্রাইম ডোনা’ অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজীব চন্দ্র দাশ।

এটি বাংলায় অনূদিত।

শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এনএসইউ’র প্লাজা স্টেজে এ চলচ্চিত্রটি দেখানো হবে।

এছাড়া ২৫ জুলাই থেকে শুরু হবে অন্য একটি চলচ্চিত্র প্রদর্শনী। এ প্রদর্শনীতে ১০টি চলচ্চিত্র দেখানো হবে। চলচ্চিত্রগুলো হচ্ছে: অ্যাঙ্গরি ম্যান, বুচ ক্যাসিডি অ্যান্ড দি সাডেন্স কিড, দি গডফাদার, কাঞ্চনজঙ্ঘা, সীমানা পেরিয়ে, চিত্রা নদীর পাড়ে, ফুল মেটাল জ্যাকেট, গুড উইল হান্টিং ও কিক অ্যাস অ্যান্ড দি ডার্ক নাইট।

অপরদিকে, ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত একটি চিত্র প্রদর্শনীও চলছে। আগামী ২৭ জুলাই এ প্রদর্শনী শেষ হবে।

এনএসইউ ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর আজিম উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. এসএএম খায়রুল বাশার প্রদর্শনীর উদ্বোধন করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।