ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আইয়ুব বাচ্চু, বাপ্পা ও অর্ণব গাইবেন একে অন্যের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০

আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার ও অর্ণব তিন প্রজন্মের তিন শিল্পী। তিনজনের গানের ধরনও আলাদা।

এবার জনপ্রিয় এই তিন শিল্পী এক মঞ্চে একে অন্যের গান পরিবেশন করবেন। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এই গানের অনুষ্ঠানের ।

আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার ও অর্ণব অনুষ্ঠানটিতে শুধু একই অন্যের গানই গাইবেন না, পাশাপাশি পরিবেশিত হবে এলআরবি, দলছুট ও অর্ণব অ্যান্ড  ফ্রেন্ডসের গান । ‘কিউবি জংশন হয়্যার এভরিথিং জয়েন ইন’ শীর্ষক তিন শিল্পীর এই কনসার্ট আয়োজনে রয়েছে ওয়াইম্যাক্স সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবি।

বাংলাদেশ সময় ২০৪০, ডিসেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।