ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বলিউডের বর্ষসেরা তারকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০

অভিনেত্রীদের মাঝে এ বছরের বর্ষসেরা তালিকায় পেছনে পড়ে থাকলেন ঐশ্বরিয়া রাই, কারিনা কাপুর এবং বিপাশা বসু।

অন্যদিকে, অভিনেতাদের মাঝেও ঘটল এমন বিপত্তি।

বর্ষসেরা অভিনেতার তালিকায় নাম নেই শাহরুখ খান, হৃত্বিক রোশন ও অভিষেক বচ্চনের নাম।

তাহলে এ বছর কারা হলেন বর্ষসেরা অভিনেতা ও অভিনেত্রী?

ভারতের বক্স অফিস পর্যালোচনা করে সংবাদ সংস্থা আইএএনএস খবর ছেড়েছে, বাঘা-বাঘা অভিনেতা-অভিনেত্রীদের পেছনে ফেলে এ বছর বলিউডে বর্ষসেরাদের শীর্ষে আছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

এছাড়া সেরা অভিনেত্রীদের তালিকায় আর যাদের নাম পাওয়া যায় তারা হলেন ‘দাবাঙ’-এর মালাইকা অরোরা খান এবং সোনাক্ষী সিনহা; ‘পরিণীতা’র বিদ্যা বালান; ‘মাই নেম ইজ খান’-এর কাজল; ‘মির্চ’-এর কঙ্কনা সেন শর্মা; ‘দো দুনি চার’-এর নীতু সিং; ‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই’-এর কঙ্গনা রানাউত এবং ‘পিপলি লাইভ’-এর শালিনী ভাতসা এবং মালাইকা শেনয়।

অভিনেতাদের মাঝে আছেন ‘আক্রোশ’-এর অজয় দেবগন; ‘রাজনীতি’র রণবীর কাপুর; ‘পিপলি লাইভ’-এর ওঙ্কার দাস মানিকপুরি এবং রঘুবীর যাদব; ‘মাই নেম ইজ খান’-এর শাহরুখ খান; ‘তেরে বিন লাদেন’-এর আলী জাফর; ‘বান্দ বাজ ভারত’-এর রণবীর সিং; ‘দো দুনি চার’-এর ঋষি কাপুর এবং ছোটপর্দার বড় নায়ক রনিত রায়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১২, ডিসেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।