ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নতুনের ভিড়ে দীপিকা

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মে ৩১, ২০১১

একটার পর একটা নতুন ছবিতে সাইন করছেন দীপিকা পাডুকোন। পাশাপাশি জড়িয়েছেন নতুন প্রেমে।

নতুনের ভিড়ে দীপিকা এখন সময়টা দারুণ কাটাচ্ছেন।

দীপিকা বর্তমানে ব্যস্ত আছেন নামি নির্মাতা হোমি আদাজানিয়ার ‘ককটেল’ ছবির শুটিং নিয়ে। এ ছবিতে তার সঙ্গে আছেন বলিউডের ছোট নবাব সাইফ আলী খান। প্রকাশ ঝায়ের ‘আরাকশন’ ও আব্বাস-মুস্তানের ‘রেস-২’ ছবিতেও তারা জুটি বেঁধে অভিনয় করছেন। সিনিয়র নায়ক রজনীকান্তের সঙ্গে দীপিকার কাজ করার কথা ছিল চলতি মাসেই ‘রানা’ নামের একটি ছবিতে। কিন্তু রজনীকান্তের অসুস্থতার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে এ ছবির শুটিং।

ক্যারিয়ারে তুমুল ব্যস্ত সময়ের মধ্যেও দীপিকা প্রেমও ভালোই চালিয়ে যাচ্ছেন নতুন প্রেমিক সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে। তাদেরকে ইদানিং প্রকাশ্যেই একসঙ্গে ঘুরাফেরা করতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, সিদ্ধার্থ পরিকল্পনা করছেন লন্ডনে ‘ককটেল ছবির শুটিং চলাকালীন তিনি তার দীপির সঙ্গে সময় কাটাবেন। সিদ্ধার্থের চেয়েও লন্ডনে দুজনের পাশাপাশি থাকার ইচ্ছেটা নাকি দীপিকারই বেশি।

বাংলাদেশ সময় ১৬৫০, মে ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।