ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

উপস্থাপনায় এলেন শ্রিয়া সর্বজয়া

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুন ১, ২০১১

বাবা আলী যাকের, মা সারা যাকের ও বড়ভাই ইরেশ যাকেরের পথ ধরে মিডিয়ায় এলেন শ্রিয়া সর্বজয়া। যাকের পরিবারের সবার ছোট এই সদস্যকে দেখা যাবে উপস্থাপনায়।

বৈশাখী টেলিভিশনে শ্রিয়া সর্বজয়ার উপস্থাপনায় প্রচার শুরু হচ্ছে ‘তারা ও জোসনার গল্প’ নামের একটি অনুষ্ঠান।

রাতের রোমান্টিকতা, পরিবেশ, নিজর্নতা ও রাতের জীবন নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘তারা ও জোসনার গল্প’। অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে ২ জুন রাত ১২টা ৩০ মিনিটে। এটি অনুষ্ঠানটি পরিচিতি পর্ব। এরপর এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন আরফিন রুমী ও পড়শী, মামুনুর রশীদ, হাসান ইমাম ও লায়লা হাসান প্রমুখ। ঢাকার বাইরের চট্টগ্রামে ট্রেন জার্নি, বরিশালের লঞ্চ জার্নি, কক্সবাজারের রাতের পরিবেশ এসব বিষয় থাকছে ‘তারা ও জোসনার গল্প’ অনুষ্ঠানটির আগামী পর্বগুলোতে।

শ্রিয়া সর্বজয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটির  পরিকল্পনা ও গ্রন্থনায় রয়েছেন সাজু খাদেম। প্রযোজনা করেছেন এস আর রুমেল।

বাংলাদেশ সময় ১৮৫০, জুন ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।