ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বাবা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুন ১৮, ২০১১

পৃথিবীর সব চেয়ে আস্থা এবং নির্ভরতার জায়গা হচ্ছে আমাদের বাবা। ১৯ জুন বিশ্ব বাবা দিবস।

আমরা শত ব্যস্ততায় অনেক কিছু ভুলতে বসেছি। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা বছরে একদিনের জন্য নয়, বরং প্রতিটি মুহূর্তের।

আমাদের অনেককে হয়তো কাজের প্রয়োজনে দূরে থাকতে হয়, অথবা ব্যস্ততার জন্য ইচ্ছা থাকা সত্বেও সব সময় বাবার কাছে থাকার সুযোগ হয়না।

আমাদের মনে রাখতে হবে, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবাও কিন্তু তখন অনেক ব্যস্ত থাকতেন। তারপরও তিনি বাড়ি ফিরে প্রথমে আমাদের খোঁজ করতেন। সঙ্গে নিয়ে খেতেন, আমাদের শত আবদার হাসিমুখে মেটাতেন।
যে বাবা সন্তানদের লেখাপড়া, ভবিষ্যৎ নিশ্চিত করতে তার জীবন পার করে দিলেন, তিনি তো আমাদের কাছে প্রতিদানে কিছুই চাননা।

এই বাবা দিবসটিতে না হয় তার পাশে গিয়ে একটু বসি। তার শরীরিক এবং মানসিক অবস্থার খোঁজ নেই।
বাবার পছন্দের কিছু একটা না হয় নিয়ে গেলেন উপহার হিসেবে। দেখবেন আপনার বৃদ্ধ বাবা শিশুর মতো খুশি হবেন।


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।