ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আসছে আইয়ুব বাচ্চুর ইন্সট্রুমেন্টাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

আইয়ুব বাচ্চুর গিটারবাদন নিয়ে শিগগিরই আসছে একটি ইন্সট্রুমেন্টাল অ্যালবাম। এতে থাকছে আইয়ুব বাচ্চু ও এলআরবির ১২টি জনপ্রিয় গানের কম্পোজিশন।

অ্যালবামটি প্রকাশ করছে লেজার ভিশন। অ্যালবামের নাম সাউন্ড অব সাইলেন্স। এ প্রসঙ্গে আইয়ুর বাচ্চু বললেন, গান গাই প্রায় ২০ বছর। গায়ক হিসেবে আত্মপ্রকাশের বহু আগে থেকেই গিটার বাজাই। তাই প্রথমে আমি গিটারিস্ট, তারপর গায়ক। এতোদিন পর হঠাৎ মনে হলো, নিজের সলো আর এলআরবি মিলিয়ে আমার তো বেশ কটি অ্যালবাম বের হয়েছে। গিটার নিয়ে এতো কাজ করলাম এর তো একটাও ডকুমেনটেশন নেই। তাই ভিতর থেকেই এক ধরনের তাগিদ অনুভব করি। গিটার-বেইজড ইন্সট্রুমেন্টাল অ্যালবাম বের করছি সেই তাগিদ থেকেই। এ অ্যালবামে ভক্তরা অন্য এক আমাকে খুঁজে পাবেন। প্রযোজনা সূত্রে জানা গেছে, আগামী ঈদে সাউন্ড অব সাইলেন্স বাজারে আসবে।


বাংলাদেশ স্থানীয় সময় ১৫৩০,  জুলাই ০৩, ২০১০
বিএইচ/এসকেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।