ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আবার প্লে-ব্যাকে জেমস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুলাই ৫, ২০১০
আবার প্লে-ব্যাকে জেমস

আবার প্লে-ব্যাকে জেমস
প্রয়াত নায়ক মান্নার ছবি মনের সাথে যুদ্ধ ছবিতে প্লে-ব্যাক করেছিলেন নগরবাউল জেমস। দীর্ঘদিন পর আবার তাকে প্লে-ব্যাকে দেখা যাবে সালাউদ্দিন লাভলু পরিচালিত ওয়ারিশ ছবিতে।

এ ছবিতে জেমস কণ্ঠ দিচ্ছেন প্রিন্স মাহমুদের সুর ও সঙ্গীত পরিচালনায় একটি গানে। গানটির কথা লিখেছেন ফারুক হোসেন। প্রিন্স মাহমুদের সুরে এর আগে জেমসের গাওয়া বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে। যার মধ্যে আছে ফুল নেবে না অশ্রু নেবে, গুরু ঘর বানাইলা কি দিয়া, তুমি জানলে না, বাংলাদেশ, বাবা আমার ইত্যাদি। জেমস আর প্রিন্স মাহমুদ জুটির নতুন গানটিও শ্রোতাপ্রিয়তা  পাবে বলে আশা করছেন নির্মাতা সালাউদ্দিন লাভলু।

শাকিব-অপু জুটির রেকর্ড

ঢালিউডে ঈদকে সামনে রেখে প্রতি বছর নির্মিত হয় বেশ কিছু ছবি। কোন নায়ক বা নায়িকার বেশি ছবি মুক্তি পাচ্ছে, তাই নিয়ে ঈদের অনেক আগে থেকেই শুরু হয় আলোচনা। এফডিসির রেকর্ডবুক অনুযায়ী এক ঈদে এ পর্যন্ত সর্বাধিক ৫টি ছবি মুক্তি পেয়েছে নায়িকাদের মধ্যে শাবানার এবং নায়কদের মধ্যে শাকিব খানের। এখন পর্যন্ত ঈদে কোনো জুটির দুটির বেশি ছবি মুক্তি পাওয়ার দৃষ্টান্ত নেই।
তবে এবারের ঈদে নতুন রেকর্ড গড়তে চলেছে শাকিব-অপু জুটি। এই জুটির মোট পাঁচটি ছবি এই ঈদে মুক্তি পাবে। ছবিগুলো হলো নিঃশ্বাসে আমার প্রাণ, মনের জ্বালা, শাকিব নম্বর ওয়ান, পরান যায় জ্বলিয়া ও চাচ্চু আমার চাচ্চু। যদি সব ঠিকঠাক থাকে তাহলে অপু বিশ্বাস এই ঈদে ছুঁয়ে যাবেন শাবানার রেকর্ড, অন্যদিকে শাকিব খান নিজের গড়া রেকর্ড আরেকবার স্পর্শ করতে চলেছেন।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৮৪০, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।