ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ব্র্যাড পিটের সন্তানের মা হতে চান জেনিফার এনিস্টন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুলাই ৯, ২০১০

২০০৫ সালে হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট আর জেনিফার এনিস্টনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে দুজনের পথ দুদিকে।

অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে অ্যাফেয়ার হয় আরেক তারকা অভিনেত্রী এনজেলিনা জোলির। ওদিকে ‘ট্রু ব্লাড’ খ্যাত অভিনেতা ক্রিস্টোফার গার্টিনের সাথে লিভ টুগেদার শুরু করেন অভিনেত্রী জেনিফার এনিস্টন। ব্র্যাড পিট আর এনজেলিনা জোলি জুটি সন্তানের মা-বাবা হয়েছেন সম্প্রতি। এমনি সময়ে জেনিফার এনিস্টনের একটি ঘোষণা শোবিজে ঝড় তুলেছে। হঠাৎ করেই এক টিভি সাক্ষাৎকারে জেনিফার দাবি করেছেন, ক্রিস্টোফারের সঙ্গে তার হৃদয়ঘটিত কোনো সম্পর্ক নেই, তাদের সম্পর্ক স্রেফ বন্ধুত্বের। তিনি আরো বলেন, আমি মা হতে আগ্রহী। তবে আমার সন্তানের পিতা হওয়ার যোগ্যতা আছে শুধু ব্র্যাড পিটের। আমাদের বিয়ে ভেঙে গেলেও একমাত্র সে-ই আমাকে ভালো বুঝতে পারে। কাজেই তার সন্তান আমি গর্ভে ধারণ করতে চাই। জেনিফার এনিস্টনের এই আবদার শুনে ফুঁসে উঠবেন এনজেলিনা, এমন অনুমান ছিল অনেকেরই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জোলি বললেন, পিট যদি আগ্রহী হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ বিষয়ে ব্র্যাড পিটের এখন পর্যন্ত কোনো আগ্রহ নেই!

বাংলাদেশ স্থানীয় সময় : ২০৫৫, জুলাই ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।