ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নতুন দুই জুটি নিয়ে এ মন জুড়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

সায়মন তারিকের পরিচালনায় ঐশ্বর্য মুভিজের ব্যানারে নির্মিত হচ্ছে রোমান্টিক ছবি ‘এ মন জুড়ে’। ছবিটি প্রযোজনা করেছেন ধীমন বড়–য়া।

কাহিনী মোবারক হোসেন। এই ছবিতে আপন চৌধুরী ও সানন, ঐশ্বর্য বীরজান এবং মডেল কন্যা রিয়া জুটি হিসেবে আলোচনার পাদপ্রদীপে চলে আসবেন বলে মনে করছেন ছবির পরিচালক সায়মন তারিক। গল্পের ভিন্নতা, হৃদয়স্পর্শী গান, মনোরম লোকেশন, নির্মাণশৈলী ও নতুন দুই জুটি নিয়ে ‘এ মন জুড়ে’ ছবিটি সফলতা অর্জন করতে পারে বলে মনে করছেন প্রযোজক ধীমন বড়–য়া। সম্প্রতি সিলেটের মাধবকুন্ডে পাহাড় ও ঝরনার মনোরম লোকেশনে ছবির প্রথম পর্বের শ্যুটিং সম্পন্ন হয়েছে।  

ছবিতে চমক হিসেবে নতুন দুই জুটির পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন চলচ্চিত্র পরিচালক শাহ্ আলাম কিরণ ও হাফিজ উদ্দিন। ‘এ মন জুড়ে’ ছবিটিতে গান রয়েছে ৭টি। সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। রোমান্টিক ধাঁচের এ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সময়ের আলোচিত গায়ক হৃদয় খান, আবিদ রনি, ফরিদ আহমেদ, সিপার খান, পাপি মনা, ঝর্ণা রহমান প্রমুখ। গানগুলোর গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, ধীমন বড়–য়া, ঝর্ণা রহমান, মাহমুদ জুয়েল, আহমেদ রিজভী, ঐশ্বর্য বীরজান। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন গুলশান আরা পপি, পীরজাদা শহীদুল হারুন, হীমে হাফিজ, নাসরিন, জুলফিকার চঞ্চল, সুবর্ণ সাইফুল, মাহবুব জয় প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময় ২৩০৫, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।