ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

কিং খানের রাজত্ব

রোকেয়া লিটা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০

রাজত্বই করছেন বটে, তবে মতার জোরে নয়। কেবল জনপ্রিয়তা দিয়ে প্রায় দুই দশক ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে চলেছেন জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান।

এ কারণেই সবার কাছে তিনি কিং খান নামেও সমধিক পরিচিত। জনপ্রিয়তাই তার ক্ষমতার মূল উৎস। তাই ২০০৮ সালে নিউজ উইক তাকে বিশ্বের  ৫০ জন সর্বোচ্চ মতাবান ব্যক্তির মাঝে স্থান দিয়েছে। আর লন্ডনের মাডাম তুসোর মোমের জাদুঘরে সাজিয়ে রাখা হয়েছে জীবন্ত শাহরুখের মূর্তি।


বর্তমানের শাহরুখ


দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায় এবং মাই নেম ইজ খান খ্যাত শাহরুখ খানকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে  ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সর্বাধিক প্রদর্শিত ছবি হিসেবে গণ্য, যা প্রায় ৫২০ সপ্তাহেরও বেশি প্রদর্শিত হয়। ছবিটি প্রায় ১২ বিলিয়নের রুপিরও বেশি আয় করেছে। শাহরুখ অভিনীত সর্বশেষ ছবি মাই নেম ইজ খান এখন পর্যন্ত  বৈদেশিক বাজারে সর্বাধিক ব্যবসাসফল ইন্ডিয়ান ছবি। শাহরুখ বর্তমানে কুচি কুচি হোতা হ্যায়, রা.ওয়ান, ডন-টু ছবিগুলোর কাজ করছেন। এর মধ্যে কুচি কুচি হোতা হ্যায় একটি অ্যনিমেশন ছবি, যা কুচ কুচ হোতা হ্যায়-এর বারো বছর পূর্তি উপলক্ষে এ বছরই মুক্তি পেতে যাচ্ছে। কী অকৃত্রিমভাবেই না তিনি রাহুল, রাজ বা বিজয় চরিত্রগুলোকে তিনি ফুটিয়ে তোলেন। এখন পর্যন্ত তেরটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি, যার সাতটিই ছিল সেরা অভিনেতা ক্যাটাগরির জন্য। আর ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ২০০৫ সালে ভারত সরকার তাকে  পদ্মশ্রী সম্মাননা প্রদান করেন।


প্রযোজক হিসেবেও তিনি সফল। চালতে চালতে, ম্যায় হু না, ওম শান্তি ওম তার যথার্থ উদাহরণ। শাহরুখের প্রডাকশন কোম্পানিগুলো কি শুধু চলচ্চিত্রের মাঝেই সীমাবদ্ধ? আপনারা নিশ্চয়ই কলকাতা নাইট রাইডারের নাম শুনেছেন। শাহরুখ খান তার রেড চিলিস এন্টারটেইনমেন্টের মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডারের অন্যতম মালিক। আর জনপ্রিয় টিভি শো কৌন বানেগা ক্রোড়পতিতে মেগা স্টার অমিতাভ বচ্চনের  জায়গাটি দখল করে নিয়েছেন এই কিং খান। শুধু কি তাই, ম্যায় তো হু পাগল, আপুন বোলা, সাত্তার মিনেট জনপ্রিয় এই গানগুলোও শাহরুকেরই গাওয়া। আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবেও শাহরুখের জুড়ি নেই, রীতিমতো বিশ্ব রেকর্ড ভাঙতে বসেছেন। সম্ভবত তিনিই প্রথম ইন্ডিয়ান ফিল্ম স্টার যিনি পণ্যের মডেল হয়েছেন, সেই সাথে অন্যান্য ফিল্মস্টারদের জন্য পণ্যের মডেল হিসেবে কাজ করার দ্বার উন্মুক্ত করেছেন।  


 যেভাবে শুরু


রাজেন্দ্রনগরের সেইন্ট কলম্বাস স্কুলে পড়াকালীন শাহরুখ খেলাধুলা, অভিনয় এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হন।   এই স্কুলে পড়াকালে ভালো শিক্ষার্থী হিসেবে তাকে সোর্ড অব অনার প্রদান করা হয়। বলিউডের অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীই যেখানে উত্তরাধিকার সূত্রে বলিউডে স্থান পেয়েছেন, অর্থনীতিতে সম্মান এবং গণযোগাযোগ নিয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করা শাহরুখের ক্ষেত্রে কিন্তু তেমনটি ঘটেনি। দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপের পরিচালক জন বেরি তার ছাত্র শাহরুখ সম্পর্কে বলেন, শাহরুখের সফল ক্যারিয়ারের জন্য কৃতিত্বের দাবিদার শাহরুখ নিজেই। টিভি নাটক ফৌজি-তে অভিনয়ের মাধ্যমেই তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তার প্রথম ছবি দিওয়ানা এবং এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ উদীয়মান অভিনেতার অ্যাওয়ার্ড পান। তবে তার প্রথম ছবি হওয়ার কথা ছিল দিল আশনা হ্যায় কিন্তু দিওয়ানা আগে মুক্তি পায়। ফৌজিতে অভিনয়ের মাধ্যমে তিনি হেমা মালিনীর চোখে পড়েন যিনি শাহরুখ খানকে তার অভিষেক ছবি দিল আশনা হ্যায় ছবিতে অভিনয়ের সুযোগ দেন। সেই থেকেই শুরু হয় চলচ্চিত্রে শাহরুখের যাত্রা।


ব্যক্তি শাহরুখ খান

আফগান বংশোদ্ভুত শাহরুখ খান দিল্লির পাঠান মুসলিম পরিবারে জন্মেছেন ১৯৬৫ সালের ২ নভেম্বর। তার পিতা তাজ মোহাম্মদ খান ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং মা লতিফ ফাতিমা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট ও সমাজসেবী, যিনি জান্জুয়া রাজপুত পরিবারের মেজর জেনারেল শাহ নওয়াজ খানের কন্যা।

শাহ নওয়াজ খান সুভাষ চন্দ্র বসুর অধীনে আজাদ হিন্দ ফৌজের অধিনায়ক ছিলেন। মুসলিম পরিবারে জন্ম নিলেও ১৯৯১ সালে হিন্দু ও মুসলিম উভয় প্রথা অনুযায়ী শাহরুখ বিয়ে করেন গৌরী (ছিব্বর) খানকে। ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খানকে নিয়ে গৌরী-শাহরুখের সাজানো পরিবার। ধর্মভীরু শাহরুখ একই সাথে তার সহধর্মিণীর ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল। অসাম্প্রদায়িক শাহরুখের সন্তানরাও তাই উভয় ধর্মই অনুসরণ করে।

শাহরুখের কাছে ঘর মানেই স্ত্রী গৌরী আর সন্তানরা। আর গৌরীর কাছে শাহরুখ এমনই একজন, যিনি গৌরীকে এত বেশি দিয়েছেন যে তার চেয়ে বেশি কিছু গৌরীর কখনও চাইতে হয়নি। চাওয়া-পাওয়ার হিসাবে কখনও ভুল হয়নি বলেই হয়তো গৌরী ছাড়া শাহরুখের সাথে অন্য কারো সাথে কোনো সম্পর্কের বিষয়ে কখনই  কোনো গুজব শুনতে হয়নি। আর এত বড় মাপের একজন তারকা নিজের সম্পর্কে বলেন, আমি একজন খুচরা বিক্রেতা, আমি আমার কাজ বিক্রয় করি, অর্থ উপার্জন করি এবং ব্যাংকে রেখে দিই।


সম্প্রতি শাহরুখ  সপরিবারে দণি আফ্রিকায় গিয়েছিলেন বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে। সেখানে গিয়েই পপস্টার শাকিরার সাথে দেখা। শাকিরার মুখে তার নামের স্পষ্ট উচ্চারণ শুনে খুবই অভিভূত হয়েছিলেন কিং খান। বিশ্বজুড়েই পরিচিত এই নায়ক। আসলেই তিনি তারকাদেরও তারকা।    


বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫, জুলাই ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।