ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

টিভি কিউ : নির্বাচিত অনুষ্ঠান ২৫ জুলাই ২০১০ শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০

চ্যানেল আই
বিকাল ৫টা ৩০মিনিট ॥ ফ্যান কাব টুর্নামেন্ট (রিয়েলিটি শো)॥ উপস্থাপনা: আশফাহ হক লোপা, পরিচালনা: মাহী বি. চৌধুরী ॥
রাত ৭টা ৫০মিনিট ॥ চৈতা পাগল (ধারাবাহিক নাটক) ॥ রচনা: বৃন্দাবন দাস, চিত্রনাট্য ও পরিচালনা: মাহফুজ আহমেদ ॥ অভিনয়ে: জয়া আহসান, মাহফুজ আহমেদ, বাঁধন, রওনক হাসান, সোহেল খান, মৌসুমি বিশ্বাস, লুৎফর রহমান জর্জ, সিদ্দিকুর রহমান, মাহমুদুল মিঠু, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, শুভ্র, মিশো, আরফান, রিফাত চৌধুরী প্রমুখ॥
রাত ৯টা ৩৫মিনিট ॥ রূপচাঁদা ফ্যান্টাস্টিক ফ্যামেলি (গেম শো)॥ উপস্থাপনা: মোশারফ করিম, পরিচালনা: ইফতেখার আহমেদ ফাহমী ॥
রাত ১১টা ৩০মিনিট ॥ চন্দ্রমগ্ন (ধারাবাহিক নাটক) ॥ রচনা: বিপাশা হায়াত। পরিচালনা: তৌকীর আহমেদ ॥ অভিনয়ে করেছেন মৌসুমী বিশ্বাস, তৌকীর আহমেদ, আবিদ রেহান, মৌটুসী, তাজ্জি, আল-মনসুর, শিরীন আলম, শামীমা নাজমিন, নিয়াজ মোহাম্মদ তারিক, হেলাল প্রমুখ ॥
এনটিভি
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ॥ আইন বিষয়ক অনুষ্ঠান : আইনের চোখে॥
রাত  ৮টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক : গ্র্যাজুয়েট (রচনা-পরিচালনা : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ)॥ অভিনয়ে : জাহিদ হাসান, হাসান মাসুদ, তিশা, বাধন, নাফিজা, শ্রাবন্তী, সেওতী, ঈশিতা, অন্নি, সোহেল খান, ফারুক আহমেদ, সি্িদ্দকুর রহমান, আমিরুল হক চৌধুরী, মম মোর্শেদ, শামীম, জয়রাজ, বাবর প্রমুখ॥
রাত  ৯ টায় ॥    রবিবারের নাটক  : ভালবাসার শুরু (গল্প : অপূর্ব; পরিচালনা : চয়নিকা চৌধুরী) ॥ অভিনয়ে : অপূর্ব ও তিন্নি ॥
বাংলাভিশন
রাত ৮টা ১৫মিনিটে ॥ ধারাবাহিক নাটক : জামাইমেলা ॥ রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা:আজহারুলআলম বাবু ॥ অভিনয়ে: মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শামীম জামান, আ.খ.ম. হাসান, আজিজুল হাকিম, ড. এনামুল হক, নোভা, আলভী, দিহান, শাহনাজ খুশি, পুতুল, বৃন্দাবন দাস, আনিসুল হক বরুন, সঞ্জীব আহমেদ, মিঠু, আলীম প্রমুখ ॥
রাত ৯টা ০৫মিনিট ॥ টক শো : লীজান মেহেদী আমার আমি ॥ উপস্থাপনা: নওশীন; প্রযোজনা: অনন্ত জাহিদ ॥
রাত ৯টা ৪৫মিনিটে ॥ ধারাবাহিক নাটক : হৈ হৈ রৈ রৈ ॥ রচনা: শামীম সাগর; পরিচালনা: অরণ্য আনোয়ার ও সাইদুর রহমান রাসেল ॥ অভিনয়ে: আবুল হায়াত, আফরোজা বানু, সজল, শানারৈ দেবী শানু, সাজু খাদেম, মুনিরা মিঠু, সঞ্জীব আহমেদ, জ্যোতিকা জ্যোতি, শামীম প্রমুখ॥

একুশে টিভি
রাত ০৮টা ২০মিনিট ॥ ধারাবাহিক নাটক: গুনীন ॥ ড. আশরাফ সিদ্দিকী রচিত গুনীন উপন্যাস অবলম্বনে  নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনীর হোসেন জীবন ॥ অভিনয় করেছেন আ খ ম হাসান, ইলোরা গহর, রুবলি চৌধুরী, সামান্তা, চাদনী, শামস সুমন, ফকরুল হাসান বৈরাগী, তরু মোস্তফা, সুমন সিদ্দিক, ড. আশরাফ সিদ্দিকী, আফরোজা হাসান, পীযূষ বন্দোপাধ্যায়, শবনাম পারভীন সহ আরো অনেকে॥
রাত ০৯টা ৩০মিনিট ॥ ধারাবাহিক নাটক : ললিতা ॥ মুল গল্প : আব্দুস সালাম, রচনা ও পরিচালনা: জুয়েল মাহমুদ, একুশে টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত ॥ অভিনয় করেছেন সুমাইয়া শিমু,জয়ন্ত চট্টপাধ্যায়, শিরিন আলম,আনিসুর রহমান মিলন, বন্যা মির্জা, ইলোরা গহর,প্রাণরায়, আঁকা, মৌনতা, নাসিমা খান, কাজীআনিস, মিশা সওদাগর, জয়রাজ সহ অনেকে॥
রাত ১০টা ১০মিনিট ॥ বিনোদনমূলক অনুষ্ঠান : মিডিয়া গসিপ ॥
দেশ টিভি
সন্ধ্যা ৭টা ৪৫মিনিট ॥ জমজদের নিয়ে দেশ টিভির বিনোদনমুলক অনুষ্ঠান : আমরা দুজন, দেখতে কেমন।

অভিনেত্রী নাজনীন চুমকীর  উপস্থাপনায়  অনুষ্ঠানের প্রতি পর্বে একজোড়া জমজ অংশগ্রহণ করে। তাদের বেড়ে ওঠা, বিড়ম্বনাসহ মজার  বিষয় ও ঘটনা উপস্থাপন করা হবে এই অনুষ্ঠানে ॥
রাত ৮টা ১৫মিনিট ॥ ধারাবাহিক নাটক : সীমান্ত ॥ বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, সাবেরী আলম, মামুনুর রশীদ, শামস সুমন, জিতু আহসান, ইন্তেখাব দিনার, বন্যা মির্জা প্রমুখ॥
রাত ৯টা ৪৫ মিনিট ॥ ধারাবাহিক নাটক : যাওপাখি ॥ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে আজাদ আবুল কালামের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস ॥ অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, আমিরুল হক চৌধুরী, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, বিজরী বরকত উল্লাহ, চাঁদনি, গোলাম ফরিদা ছন্দা, সোলায়মান খোকা, নুরুল আলম মিল্কি, আজিজুল হাকিম, নাজনিন চুমকী, লিনা আহমেদ, রেজওয়ানা রাহি, জয়া রায় ও আরো অনেকে।


ক্যাপশন: দেশ টিভিতে : যাও পাখি (ধারাবাহিক নাটক)
            এনটিভিতে :  ভালোবাসার শুরু (একক নাটক)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।