ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

কানাডায় পুরস্কৃত গহীনে শব্দ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

কানাডায় ওকানাগান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ‘গহীনে শব্দ’ শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রর পুরস্কার লাভ করেছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চিত্রশিল্পী ও নির্মাতা খালিদ মাহমুদ মিঠু।

প্রযোজনা ও পরিবেশনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ‘গহীনে শব্দ’ ছবিটি এ যাবৎ তিনটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

কানাডায় প্রথমবারের মতো এবারই বাংলাদেশের কোনো চলচ্চিত্র আন্তর্জাতিক পুরস্কার পেল। ছবিটির নির্মাতা ব্যক্তিগত ব্যস্ততার কারণে পুরস্কার গ্রহণ করতে যেতে পারেননি। পুরস্কারটি পরিচালকের পে গ্রহণ করেছেন কানাডা-আমেরিকান প্রখ্যাত চিত্রপরিচালক ভিক শেরিন। ভিক শেরিন খালিদ মাহমুদ মিঠুর পারিবারিক বন্ধু।

এ উপলে স্টার সিনেপ্লেক্সে ৩১ জুলাই শনিবার সন্ধ্যায় ‘গহীনে শব্দ’ ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক খালিদ মাহমুদ মিঠুকে বিশেষ সংবর্ধনা দিয়েছে ইষ্টার্ণ ব্যাংক। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল ‘গহীনে শব্দ’র একটি বিশেষ প্রদর্শনী ।    

বাংলাদেশ স্থানীয় সময় ১৯২০, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।