ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

টিভি কিউ : নির্বাচিত অনুষ্ঠান ০৭ আগস্ট রবিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

এটিএনবাংলা
রাত ০৮টা ॥ ধারাবাহিক নাটক : ছন্নছাড়া (২৪ পর্ব) ॥ রচনা : নজরুল ইসলাম, পরিচালনা : হাসনাত করিম পিন্টু ॥ অভিনয়ে : হুমায়ুন ফরিদী, চ্যালেঞ্জার, রহমত আলী, তরু মোস্তফা, রুনা খান, তারিক স্বপন, সুজানা, রুপক, উপমা, সুভাশিষ ভৌমিক, ওয়ালী উল হক রুমি, জুয়েল, ইকবাল, দিপু, পুষ্পিতা, তাসমী এবং জাহিদ হাসান।

০৮টা ৪০মিনিট ॥ ধারাবাহিক নাটক : উপসংহার (৪র্থ পর্ব) ॥ রচনা ও পরিচালনা : বদরুল আনাম সৌদ ॥অভিনয়ে : সুবর্না মুস্তাফা, আলী যাকের, রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, ওয়াহিদামল্লিক জলি, শর্মিলী আহেমদ, ফজলুল রহমান বাবু, আজাদ আবুল কালাম, দিনার, মিলন, সাজু, বন্যা মির্জা, খায়রুল আলম সবুজ, সাবেরী আলম, তানিমা, ইরেশ যাকের, মৌসুমী বিশ্বাস, মিতা চৌধুরী, শামস্ সুমন, নোভা, দিপান্বি^তা হালদার, সুভাশিষ ভৌমিক প্রমূখ।



০৯টা ২০মিনিট ॥ ধারাবাহিক নাটক : লীলাবতী  (১৯ পর্ব) ॥উপন্যাস : হুমায়ূন আহমেদ, নাট্যরূপ ও পরিচালনাঃ অরুণ চৌধুরী ॥ অভিনয়ে : শহীদুজ্জামান সেলিম, তমালিকা, আরেফিন শুভ, তিন্নী, হিল্লোল, নোভা ফিরোজ, বিন্দু, প্রভা, আসিব প্রমূখ।

১০টা ৫৫মিনিট ॥ ধারাবাহিক নাটক : অচেনা মানুষ (২৮ পর্ব) ॥ পরিচালনা : রিপন নবী ॥ অভিনয়ে : আফরোজা বানু, গাজী রাকায়েত, কুমকুম হাসান, শামস সুমন, তমালিকা, অপূর্ব, সোহানা সাবা, আলিফ করভী মিজান প্রমূখ।

১১টা ৩০মিনিট ॥     ধারবাহিক নাটক ‘আমাদের সংসার’ (৩০ পর্ব) রচনা ও পরিচালনাঃ ইদ্রিস হায়হার ॥
অভিনয়ে : রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, তুষার খান, হাসান মাসুদ, দিতি, রোকেয়া প্রাচী, আফরোজা বানু, সোহেল খান,লুৎফর রহমান জর্জ, রহমত আলী, ফারুক আহমেদ, ইলোরা গহর, আরেফিন শুভ, মৌসুমী বিশ্বাস, নাজনীন হাসান চুমকী, চিত্রলেখা গুহ, মনিরা মিঠু, সিদ্দিকুর রহমান, প্রাণ রায়, জয়রাজ, তনিমা হামিদ, আগুন, মাজনুন মিজান, রুনা খান, আখম হাসান প্রমূখ।

চ্যানেল আই
রাত ৭টা ৫০ মিনিট ॥ কমেডি ধারাবাহিক নাটক : চৈতা পাগল ॥ নোয়াখালির আঞ্চলিক ভাষায় নির্মিত এ ধারাবাহিকটি লিখেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ ॥ মুন্সিগঞ্জের পদ্মার পাড়ে নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন জয়া আহসান, মাহফুজ আহমেদ, বাঁধন, রওনক হাসান, সোহেল খান, মৌসুমি বিশ্বাস, লুৎফর রহমান জর্জ, সিদ্দিকুর রহমান, মাহমুদুল মিঠু, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, শুভ্র, মিশো, আরফান, রিফাত চৌধুরীস প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিট ॥ বিনোদনধর্মী পারিবারিক গেম শো : রূপচাঁদা ফ্যান্টাস্টিক ফ্যামেলি ॥ মোশারফ করিমের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন ইফতেখার আহমেদ ফাহমি ॥ বাংলাদেশে এটি প্রথম পারিবারিক গেম শো। ৬২ পরিবারের অংশগ্রহণে চলছে দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম। অনুষ্ঠানটির আয়োজন করতে সহায়তা করেছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল)-এর সুনামধন্য ব্র্যান্ড রূপচাঁদা এবং বিটবি। দেশব্যাপী সুস্বাস্থ্যের আনন্দ বার্তা নিয়ে এবং সুস্থ পরিবারের বিজয় নিশ্চিত করতে মূলত এই অনুষ্ঠানের প্রধান ল্য।

বাংলাভিশন
রাত ১১টা ২০মিনিট ॥ পাকি সঙ্গীতানুষ্ঠান ‘সঞ্চারী’ ॥ফেরদৌস আহমেদ লীনার উপস্থাপনা ও জাবেদ ইকবাল তপুর প্রযোজনায় রাগ-রাগীনির ছায়া অবলম্বনে আজকের পর্বের অতিথি শিল্পী ফাহমিদা নবী ও দেবাশীষ বেপারী। সঙ্গে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী অসিত দে। শাস্ত্রীয় সঙ্গীতে যাঁরা নিবেদিতপ্রাণ তাঁদের মূল্যায়নসহ এ-ধারার সঙ্গীতের নানান নান্দনিক রূপ তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানের প্রতি পর্বে একজন খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীতগুরু অনুষ্ঠানে উপস্থিত থেকে রাগ-বিষয়ে আলোচনা করেন। এছাড়াও একটি বিশেষ রাগকে বেছে নিয়ে পরিবেশন করা হয়েছে গান এবং সেই রাগের রূপরেখা বিশ্লেষণের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা গান পরিবেশন করেছেন।

রাত ৯টা ৪৫ মিনিট ॥ ধারাবাহিক নাটক : হৈ হৈ রৈ রৈ ॥ শামীম সাগরের রচনা এবং অরণ্য আনোয়ার ও সাইদুর রহমান রাসেলের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আফরোজা বানু, মুনিরা মিঠু, সজল, শানারৈ দেবী শানু, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সঞ্জীব আহমেদ, শামীম প্রমুখ ॥
        
একুশে
রাত ০৮টা ২০মিনিট ॥ ধারাবাহিক নাটক : গুনীন ॥ ড. আশরাফ সিদ্দিকী রচিত গুনীন উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনীর হোসেন জীবন ॥ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, ইলোরা গহর, রুবলি চৌধুরী, সামান্তা, চাদনী, শামস সুমন, ফকরুল হাসান বৈরাগী, তরু মোস্তফা, সুমন সিদ্দিক, ড. আশরাফ সিদ্দিকী, আফরোজা হাসান,  পীযুষ বন্দোপাধ্যায়, শবনাম পারভীন সহ আরো অনেকে।

রাত ০৯টা ৩০মিনিট ॥ ধারাবাহিক নাটক :  ললিতা ॥ মুল গল্প : আব্দুস সালাম, রচনা ও পরিচালনা : জুয়েল মাহমুদ ॥ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, জয়ন্ত চট্টপাধ্যায়, শিরিন আলম, আনিসুর রহমান মিলন, বন্যা মির্জা, ইলোরা গহর, প্রাণরায়, আঁকা,মৌনতা, নাসিমা খান, কাজী আনিস,ি মশা সওদাগর সহ অনেকে।
।  
দেশ টিভি
রাত ৭টা ৪৫ মিনিট ॥ জমজদের নিয়ে বিনোদনমুলক অনুষ্ঠান : আমরা দুজন, দেখতে কেমন ॥ অভিনেত্রী নাজনীন চুমকীর  উপস্থাপনায়  অনুষ্ঠানটির প্রতি পর্বে একজোড়া জমজ অংশগ্রহণ করে। তাদের বেড়ে ওঠা, বিড়ম্বনাসহ মজার  বিষয় ও ঘটনা উপস্থাপন করা হচ্ছে এই অনুষ্ঠানে ॥ প্রযোজনা করেছেন আমজাদ সুজন।

রাত ১০টা ৩০ মিনিট ॥ ধারাবাহিক নাটক : ভজকট ॥ লিখেছেন মনিরুজ্জামান ও রফিকুল ইসলাম পল্টু, পরিচালনা করেছেন রাজু খান ও এ কে আজাদ ॥ অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, রাইসুল ইসলাম আসাদ, পিযূষ বন্দোপাধ্যায়, শহিদুল আলম সাচ্চু, লুৎফর রহমান র্জজ, সারা যাকের, শম্পা রেজা, নাজনিন হাসান চুমকি, বন্যা মির্জা, হুমায়রা হিমু, স্বাগতা, মাহামুদুল ইসলাম মিঠু, অশোক বেপারী, জয়রাজ, অয়ন চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, তানিয়া হোসেন, সাহানা সুমি, অবিদ রেহান, কাজী রাজু, তারিক স্বপনসহ আরো অনেকে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।